ইঞ্জিন লাইনচ্যুত, ভৈরব-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ

কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনের সিগনালের কাছে একটি লোকাল ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়ে যায়। এতে ভৈরব-ময়মনসিংহ রুটের দুটি ট্রেন আটকাসহ যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। ছবি: তাফসিলুল আজিজ
কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনের সিগনালের কাছে একটি লোকাল ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়ে যায়। এতে ভৈরব-ময়মনসিংহ রুটের দুটি ট্রেন আটকাসহ যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। ছবি: তাফসিলুল আজিজ

কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনের সিগনালের কাছে লোকাল ট্রেনের একটি ইঞ্জিন লাইনচ্যুত হয়ে যায়। এতে ভৈরব-ময়মনসিংহ রুটের দুটি ট্রেন আটকা পড়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আজ রোববার সকালে এ ঘটনা ঘটে।

কিশোরগঞ্জ রেলওয়ের স্টেশনমাস্টার মো. রফিকুল ইসলাম আজ দুপুরে বলেন, ভৈরব থেকে ছেড়ে আসা ২৪১ আপ ট্রেনটি ময়মনসিংহ যাচ্ছিল। সকাল পৌনে নয়টার দিকে কিশোরগঞ্জ স্টেশনে ঢোকার আগে ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়। এতে এই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে যেতে দুপুর হয়ে যেতে পারে। ট্রেনটি গেলে উদ্ধারকাজ শুরু হবে।