মাদারীপুরে আ. লীগের আরও ৬ জনকে বহিষ্কারের সুপারিশ

আ. লীগ
আ. লীগ

মাদারীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর বিপক্ষে অবস্থান ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রাজৈর উপজেলা আওয়ামী লীগের আরও ছয়জনকে বহিষ্কারের জন্য কেন্দ্রীয় কমিটিতে সুপারিশ পাঠিয়েছে জেলা আওয়ামী লীগ। আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন আহম্মেদ মোল্লা।

গতকাল শনিবার বিকেলে রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরে আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে এক জরুরি সভা ডাকা হয়। সভায় উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি গোলাম মতিন তালুকদারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক শাহজাহান খান, যুগ্ম সাধারণ সম্পাদক জমিরউদ্দিন খান, সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান, দপ্তর সম্পাদক আবদুল কুদ্দুস মিয়া, মুক্তিযোদ্ধা কমান্ডার সেকান্দার আলী শেখ প্রমুখ।

জরুরি সভা শেষে উপজেলা আওয়ামী লীগের ১৯ সদস্য স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাদারীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনীত নৌকার প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দের বিরোধিতা করে দলীয় কিছু নেতা-কর্মী। তাঁরা বিদ্রোহী প্রার্থী ওবায়দুর রহমান খানের পক্ষে কাজ করছেন। এসব অভিযোগের সত্যতা থাকায় রাজৈর উপজেলা কমিটির আইনবিষয়ক সম্পাদক ফয়েজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সদস্য দেলোয়ার হোসেন, কবিরাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুস সালাম, রাজৈর পৌর আওয়ামী লীগের সদস্য জালালুর রহমান, ইশিবপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুল হাই মুন্সী ও রাজৈর পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক গোপা শারমিনকে সাময়িক বহিষ্কারের জন্য কেন্দ্রে তাঁদের নাম পাঠানো হয়েছে।

এর আগে মাদারীপুর জেলা কমিটির সভায় একই অভিযোগে রাজৈর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মোতালেব মিয়াসহ জেলা কমিটির ২৩ জনকে বহিষ্কারের সুপারিশ করা হয়।

জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন আহম্মেদ মোল্লা বলেন, ‘দলের কিছু নেতা-কর্মী দলীয় সিদ্ধান্তের বাইরে অবস্থান নিয়ে দলের ভাবমূর্তি নষ্ট করছে। আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুযায়ী একজন নেতা কখনোই দলীয় সিদ্ধান্তের বাইরে অবস্থান করতে পারবে না। আমরা উপজেলা আওয়ামী লীগের ছয়জনকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছি। যা শিগগিরই কার্যকর হবে।’