ট্যারিফ কমিশন আইনের খসড়া অনুমোদন

বাংলাদেশ ট্যারিফ কমিশন (সংশোধন) আইন ২০১৯-এর খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রস্তাবিত এই আইন অনুযায়ী, কমিশনের প্রয়োজনীয় গবেষণার জন্য পরামর্শ বা গবেষণা সহকারী নিয়োগের সুযোগ রাখা হয়েছে।

আজ সোমবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই আইনের খসড়াটি অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পরে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে বৈঠকের সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। তিনি বলেন, এই ট্যারিফ কমিশনটি হয়েছিল ১৯৭৩ সালে। এ বিষয়ে আইন হয় ১৯৯২ সালে। সেটিতে কিছু ঘাটতি ছিল। সময়ের প্রয়োজনে কিছু পরিবর্তন এনে এই সংশোধনটি করা হচ্ছে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, প্রস্তাবিত আইনে কমিশনের নামে কিছুটা পরিবর্তন আনা হচ্ছে। এ ছাড়া কমিশনের কাজের পরিধি বাড়ানো হচ্ছে। কমিশনের কর্মকর্তা-কর্মচারীদের তথ্য দেওয়ার ক্ষেত্রে গোপনীয়তার বিষয় যুক্ত করা হয়েছে।