শেলটেকের তৌফিক এম সেরাজের দাফন সম্পন্ন

শেলটেকের ব্যবস্থাপনা পরিচালক তৌফিক এম সেরাজের মরদেহ পান্থপথে শেলটেকের কার্যালয়ে নেওয়া হয়। এ সময় এনভয় গ্রুপ ও শেলটেকের চেয়ারম্যান কুতুবউদ্দিন আহমেদসহ তাঁর সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা আবেগাপ্লুত হয়ে পড়েন। ঢাকা, ২৪ জুন। ছবি: সাইফুল ইসলাম
শেলটেকের ব্যবস্থাপনা পরিচালক তৌফিক এম সেরাজের মরদেহ পান্থপথে শেলটেকের কার্যালয়ে নেওয়া হয়। এ সময় এনভয় গ্রুপ ও শেলটেকের চেয়ারম্যান কুতুবউদ্দিন আহমেদসহ তাঁর সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা আবেগাপ্লুত হয়ে পড়েন। ঢাকা, ২৪ জুন। ছবি: সাইফুল ইসলাম

দেশের আবাসন খাতের স্বনামধন্য প্রতিষ্ঠান শেলটেকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তৌফিক এম সেরাজের দাফন সম্পন্ন হয়েছে। সোমবার সন্ধ্যায় রাজধানীর বনানী কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়।

দাফনের আগে বাদ আসর গুলশান কেন্দ্রীয় মসজিদে তৌফিক এম সেরাজের জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে দুপুর ১২টা ১০ মিনিটে তাঁর মরদেহ পশ্চিম পান্থপথে শেলটেক কার্যালয়ে নেওয়া হয়। শেলটেক ও সহযোগী প্রতিষ্ঠান এবং এনভয় গ্রুপের কর্মীরা তাঁর প্রতি শেষ শ্রদ্ধা জানান। সেখান থেকে বেলা সোয়া ১টার দিকে তৌফিক এম সেরাজের মরদেহ তাঁর বনানীর বাসায় নেওয়া হয়।

তৌফিক এম সেরাজ
তৌফিক এম সেরাজ

গুলশান কেন্দ্রীয় মসজিদে তৌফিক এম সেরাজের জানাজায় জাতীয় অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী, নগর পরিকল্পনাবিদ নজরুল ইসলাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এ কে আজাদ চৌধুরী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আনোয়ার হোসেন, এনভয় গ্রুপ ও শেলটেকের চেয়ারম্যান কুতুবউদ্দিন আহমেদ, বিএনপির ভাইস চেয়ারম্যান ও এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আবদুল আউয়াল মিন্টু, রিহ্যাবের সভাপতি আলমগীর শামসুল আলামিন, তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সাবেক সভাপতি আব্দুস সালাম মুর্শেদী ও সিদ্দিকুর রহমান, প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, এফবিসিসিআইয়ের সদ্য বিদায়ী সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন, শেলটেকের পরিচালক তানভীর আহমেদ, স্থপতি ইকবাল হাবীব, স্থপতি ও নির্মাতা এনামুল করিম নির্ঝরসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

গত বৃহস্পতিবার দিবাগত রাতে ঢাকা থেকে দোহাগামী কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে মারা যান প্রকৌশলী তৌফিক এম সেরাজ। ব্যবসায়িক কাজে তিনি স্পেনের বার্সেলোনা যাচ্ছিলেন। তাঁর যাত্রাসঙ্গী ছিলেন শেলটেকের চেয়ারম্যান। রোববার ভোর ছয়টার দিকে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে তৌফিক এম সেরাজের মরদেহ ঢাকায় পৌঁছায়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর।

তৌফিক এম সেরাজ আবাসন খাতের ব্যবসায়ীদের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) সাবেক সভাপতি। ২০০০ সালের ২৩ ফেব্রুয়ারি থেকে তিন মেয়াদে টানা ছয় বছর রিহ্যাবের সভাপতি ছিলেন তিনি। এ ছাড়া তিনি বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি) ও বাংলাদেশ টেনিস ফেডারেশনের (বিটিএফ) সাবেক সভাপতি।