রাজধানীতে বীজ মেলা

>

ঢাকায় শুরু হয়েছে তিন দিনব্যাপী জাতীয় বীজ মেলা। এই মেলা চলবে ৩০ জুন পর্যন্ত। রাজধানীর ফার্মগেটে বাংলাদেশ অ্যাগ্রিকালচারাল রিসার্চ কাউন্সিল (বিএআরসি) মিলনায়তন প্রাঙ্গণে শুক্রবার দুপুরে এই মেলার উদ্বোধন করেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। মেলায় বাহারি জাতের ফল, সবজি এবং ফসলের নমুনা ও বীজ নিয়ে প্রদর্শনী করছে বিভিন্ন প্রতিষ্ঠান। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে এই মেলা।

মেলায় বিভিন্ন সবজির চারাও প্রদর্শিত হচ্ছে।
মেলায় বিভিন্ন সবজির চারাও প্রদর্শিত হচ্ছে।
আমের জেলি ও সবজির বীজ।
আমের জেলি ও সবজির বীজ।
বীজ মেলার একটি স্টলে সাজিয়ে রাখা হয়েছে বাহারি জাতের ফল ও সবজি।
বীজ মেলার একটি স্টলে সাজিয়ে রাখা হয়েছে বাহারি জাতের ফল ও সবজি।
ভুট্টা দিয়ে সাজানো হয়েছে ডামি।
ভুট্টা দিয়ে সাজানো হয়েছে ডামি।
বিভিন্ন জাতের সবজি দেখছেন এক ক্রেতা।
বিভিন্ন জাতের সবজি দেখছেন এক ক্রেতা।
নানা জাতের চারাও পাওয়া যাচ্ছে এই মেলায়।
নানা জাতের চারাও পাওয়া যাচ্ছে এই মেলায়।
প্রদর্শিত হচ্ছে নানা ধরনের শস্যদানা।
প্রদর্শিত হচ্ছে নানা ধরনের শস্যদানা।