ছাত্রীর শ্লীলতাহানির দায়ে যুবকের কারাদণ্ড

ময়মনসিংহের ভালুকা উপজেলায় এক স্কুলছাত্রীর শ্লীলতাহানির দায়ে এক যুবককে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ শনিবার বিকেলে এ সাজা দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম ও ভালুকা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রোমেন শর্মা।

সাজা পাওয়া ব্যক্তির নাম রাফিক মিয়া (২৫)। তিনি ভালুকা উপজেলার বাসিন্দা। 

স্থানীয় বাসিন্দা, প্রত্যক্ষদর্শী ও আদালত সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে এক ছাত্রী বিদ্যালয়ে যাচ্ছিল। এ সময় রাফিক তার পথ আটকে দাঁড়ান। তবে ওই ছাত্রী রফিকের পাশ কাটিয়ে চলে যাওয়ার চেষ্টা করে। এতে রফিক ওই ছাত্রীর শরীরে হাত দিতে যান। এ সময় মেয়েটি চিৎকার করতে গেলে রফিক তার মুখ চেপে ধরেন। মেয়েটি এ সময় রফিকের হাতে কামড় দেয়। এরপর চিৎকার শুরু করে। এ সময় চিৎকার শুনে আশপাশের লোক এগিয়ে এলে রফিক পালিয়ে যান। পরে বিষয়টি এলাকাবাসীর মধ্যে জানাজানি হলে তাঁরা শনিবার দুপুরে রাফিককে আটক করে উপজেলা প্রশাসনকে অবগত করেন। পরে বিকেলে ভ্রাম্যমাণ আদালত রফিককে সাজা দেন।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম ও ভালুকা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রোমেন শর্মা বলেন, শ্লীলতাহানির যথাযথ প্রমাণ ও রফিক স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ায় এ সাজা দেওয়া হয়েছে।