সৈয়দপুর ইউএনও কার্যালয়ে ডিজিটাল হাজিরা মেশিন

সৈয়দপুর ইউএনও কার্যালয়ে আজ বৃহস্পতিবার ডিজিটাল হাজিরা মেশিনের উদ্বোধন করেন নীলফামারীর জেলা প্রশাসক মো. হাফিজুর রহমান চৌধুরী। ছবি: প্রথম আলো
সৈয়দপুর ইউএনও কার্যালয়ে আজ বৃহস্পতিবার ডিজিটাল হাজিরা মেশিনের উদ্বোধন করেন নীলফামারীর জেলা প্রশাসক মো. হাফিজুর রহমান চৌধুরী। ছবি: প্রথম আলো

নীলফামারীর সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে দেরি করে আসার দিন শেষ। এখানে ডিজিটাল হাজিরা মেশিন স্থাপন করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে ওই কর্মসূচির উদ্বোধন করেন নীলফামারীর জেলা প্রশাসক মো. হাফিজুর রহমান চৌধুরী।

এর আগে জেলা প্রশাসক সৈয়দপুর উপজেলা পরিষদে এসে পৌঁছালে ফুল দিয়ে তাঁকে স্বাগত জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোখছেদুল মোমিন, সৈয়দপুর পৌরসভার মেয়র অধ্যক্ষ মো. আমজাদ হোসেন সরকার, ভাইস চেয়ারম্যান আজমল হোসেন, ইউএনও এস এম গোলাম কিবরিয়া, সহকারী কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার প্রমুখ।

ডিজিটাল হাজিরা মেশিন স্থাপন প্রসঙ্গে ইউএনও বলেন, কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত অফিসে হাজিরা ও কাজের স্বচ্ছতার জন্য মেশিনটি স্থাপন করা হয়েছে।

পরে জেলা প্রশাসক উপজেলা পরিষদ সভাকক্ষে সুধীজনের সঙ্গে মতবিনিময় করেন।