'বন্ধন'এর ফুল-প্রকৃতির প্রদর্শনী

প্রদর্শনী ঘুরে দেখছেন দর্শনার্থীরা। চাষাঢ়া, নারায়ণগঞ্জ, ৪ জুলাই। ছবি: প্রথম আলো
প্রদর্শনী ঘুরে দেখছেন দর্শনার্থীরা। চাষাঢ়া, নারায়ণগঞ্জ, ৪ জুলাই। ছবি: প্রথম আলো

ফেসবুকভিত্তিক সংগঠন ‘বন্ধন’ এর উদ্যোগে বৃহস্পতিবার (৪ জুলাই) থেকে শুরু হয়েছে আলোকচিত্র ও চিত্রকর্ম প্রদর্শনী। বিকেলে নারায়ণগঞ্জ নগরের আলী আহাম্মদ চুনকা পাঠাগার ও মিলনায়তনের প্রদর্শন কক্ষে প্রদর্শনীর উদ্বোধন করা হয়।

প্রদর্শনীতে প্রাধান্য পেয়েছ প্রকৃতি। চাষাঢ়া, নারায়ণগঞ্জ, ৪ জুলাই। ছবি: প্রথম আলো
প্রদর্শনীতে প্রাধান্য পেয়েছ প্রকৃতি। চাষাঢ়া, নারায়ণগঞ্জ, ৪ জুলাই। ছবি: প্রথম আলো

উদ্বোধন করেন নারায়ণগঞ্জ ফটোগ্রাফিক ক্লাবের সভাপতি জয় কে রায় চৌধুরী, চারুশিল্পী কমর উদ্দিন আহমেদ, বন্ধনের সভাপতি আরাফাত হোসেন, আলোকচিত্রী এবং এই প্রদর্শনীর কিউরেটর ইউসুফ শাহরিয়ার মুনতাকিম প্রমুখ। প্রদর্শনীতে মোট ৬৮টি আলোকচিত্র ও চিত্রকর্ম স্থান পেয়েছে। তিন সদস্যের বিচারক প্যানেল এই শিল্পকর্মগুলো নির্বাচন করেছেন। চিত্রকর্ম, আলোকচিত্র ও কিউরেটিংয়ে প্রাধান্য পেয়েছে প্রকৃতি।

‘সত্যের, মনুষ্যত্বের ও পরিবর্তনের’—এই স্লোগানকে পাথেয় করে ২০১১ সালে যাত্রা শুরু করে বন্ধন। তখন থেকেই রক্তদান কর্মসূচি, বাগান করা, গাছ লাগানোসহ বিভিন্ন সামাজিক ও সৃজনশীল কাজের সঙ্গে জড়িত এই সংগঠন। এটিই তাদের প্রথম প্রদর্শনী।

শুক্রবার পর্যন্ত এই প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকছে। পুরো আয়োজনে সহযোগিতা করেছে নারায়ণগঞ্জ ফটোগ্রাফিক ক্লাব (এনপিসি)।