করতোয়ায় প্রাণ চাই

‘ করতোয়ায় প্রাণ চাই’ প্রতিপাদ্য সামনে রেখে প্রতিবাদের ভাষা হিসেবে করতোয়া নদীতে কাগজের নৌকা ভাসায় ‘বাবুই’ পাঠশালার শিশুরা । শিশু–কিশোরদের পাঠশালা ‘বাবুই’। করতোয়া নদী রক্ষার দাবিতে বগুড়া শহরের কালেক্টরেট স্কুল–সংলগ্ন করতোয়া নদীর পাড়ে শিশু সমাবেশ ও ফল উৎসবের আয়োজন করে প্রতিষ্ঠনটি। তিন বছর ধরে ‘বাবুই’ করতোয়া নদীতে নাব্যতার দাবিতে এ কর্মসূচি পালন করে আসছে ।
নৌকা তৈরি শুরু
নৌকা তৈরি শুরু
‘করতোয়ায় প্রাণ চাই’—দাবিতে শিশু–কিশোরদের শিল্পের পাঠশালা ‘বাবুই’ প্রতীকী নৌকা ভাসানো কর্মসূচি পালন করে
‘করতোয়ায় প্রাণ চাই’—দাবিতে শিশু–কিশোরদের শিল্পের পাঠশালা ‘বাবুই’ প্রতীকী নৌকা ভাসানো কর্মসূচি পালন করে
বাবুই পাঠশালার শিশুরা বাহারি রঙের কাগজের নৌকা মরা করতোয়ায় ভাসিয়ে অভিনব প্রতিবাদ জানায়
বাবুই পাঠশালার শিশুরা বাহারি রঙের কাগজের নৌকা মরা করতোয়ায় ভাসিয়ে অভিনব প্রতিবাদ জানায়
বগুড়া শহরের কালেক্টরেট স্কুল সংলগ্ন করতোয়া পাড়ে শিশুরা
বগুড়া শহরের কালেক্টরেট স্কুল সংলগ্ন করতোয়া পাড়ে শিশুরা
শিশুদের তৈরি বাহারি রঙের কাগজের নৌকা নদীতে ভাসানো হচ্ছে
শিশুদের তৈরি বাহারি রঙের কাগজের নৌকা নদীতে ভাসানো হচ্ছে
রন্ধুরা এক সঙ্গে
রন্ধুরা এক সঙ্গে
নদীতে ভাসানো নৌকা
নদীতে ভাসানো নৌকা
শিশুদের মনের কথা লিখে নদীতে ভাসানো নৌকা
শিশুদের মনের কথা লিখে নদীতে ভাসানো নৌকা