বামদের ঢিলেঢালা হরতাল

সড়কে ছড়িয়ে রাখা হয়েছে পাইপ। ছবি: সাইফুল ইসলাম
সড়কে ছড়িয়ে রাখা হয়েছে পাইপ। ছবি: সাইফুল ইসলাম

গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোট দেশব্যাপী অর্ধদিবস হরতাল পালন করছে। আজ রোববার সকাল ৬টা থেকে এই হরতাল শুরু হয়। চলবে দুপুর দুইটা পর্যন্ত।

সকালে রাজধানীর শাহবাগ, পল্টন, প্রেসক্লাব, মিরপুর, ফার্মগেট, কারওয়ান বাজার এলাকা ঘুরে দেখা গেছে, ঢিলেঢালাভাবে হরতাল চলছে।

শাহবাগ এলাকায় বামপন্থী বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা চার রাস্তার মোড় আটকে পথসভা করেন।

সকাল আটটার দিকে কয়েকটি বাম দল হরতালের সমর্থনে ঢাকায় মিছিল বের করে। ঢাকায় কয়েকটি এলাকায় হরতালের সমর্থনে পিকেটিংও হয়েছে।

তবে কোথাও কোনো সহিংস ঘটনা ঘটেনি।

বন্দরনগরী চট্টগ্রামে হরতালের তেমন কোনো প্রভাব লক্ষ করা যায়নি। নগরের জামালখান, কাজীর দেউড়ি, জিইসির মোড়, অলংকার মোড়সহ বিভিন্ন জায়গায় যান চলাচল স্বাভাবিক রয়েছে। স্কুল-কলেজেও খোলা রয়েছে। নগরীর কোথাও পিকেটিং চোখে পড়েনি।

বাম গণতান্ত্রিক জোটের এই হরতালের প্রতি নৈতিক সমর্থন দিয়েছে বিএনপি।

বাম গণতান্ত্রিক জোট বলছেন, অযৌক্তিকভাবে গ্যাসের দাম বাড়ানো হয়েছে। এতে জীবনযাত্রার ব্যয় বাড়বে। সিএনজির দাম বাড়ানোর ফলে পরিবহনব্যয় বেড়ে যাবে। শিল্পকারখানায় ব্যবহৃত গ্যাসের দাম বাড়ানোর কারণে শিল্পপণ্যের দাম বাড়বে।

আরও পড়ুন...