এরশাদপুত্রকে ভয় দেখানোর অভিযোগে জিডি

শাহাতা জারাব এরশাদ এরিক। ছবি: সংগৃহীত
শাহাতা জারাব এরশাদ এরিক। ছবি: সংগৃহীত

সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের ছেলে শাহাতা জারাব এরশাদ এরিককে ভয় দেখানোর অভিযোগে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। আজ সোমবার গুলশান থানায় জিডিটি করেন হুসেইন মুহম্মদ এরশাদ ট্রাস্টের পরিচালক খালেদ আখতার।

জিডিতে উল্লেখ করা হয়, জাতীয় পার্টির চেয়ারম্যান দীর্ঘদিন ধরে শারীরিকভাবে অসুস্থ। এর মধ্যে এরিককে কে বা কারা মুঠোফোনে বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন করছেন।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম রাতে প্রথম আলোকে বলেন, দুপুরে এরিকের পক্ষে এরশাদ ট্রাস্টের পরিচালক খালেদ আখতার থানায় এসে জিডি করেন। এ সময় তিনি পুলিশকে জানিয়েছেন, গত শনিবার এরিককে মুঠোফোনে ভয় দেখানো হয়েছে। কিন্তু কোন নম্বর থেকে ভয় দেখানো হয়েছে, তা জানাতে পারেননি তিনি।

জিডির বিষয়ে জানতে রাতে মুঠোফোনে খালিদ আখতারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।