বিএনপির নেতা হাবিব-উন-নবী সোহেল মুক্তি পেয়েছেন

হাবিব-উন-নবী খান সোহেল।
হাবিব-উন-নবী খান সোহেল।

বিএনপির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর বিএনপির (দক্ষিণ) সভাপতি হাবিব-উন-নবী খান সোহেল জামিনে মুক্তি পেয়েছেন। আজ বৃহস্পতিবার নারায়ণগঞ্জ কারাগার থেকে তাঁকে মুক্তি দেওয়া হয়।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান প্রথম আলোকে বলেন, আজ সন্ধ্যায় নারায়ণগঞ্জ কারাগার থেকে জামিনে মুক্তি পান হাবিব-উন-নবী খান সোহেল। প্রায় ১০ মাস তিনি কারাগারে ছিলেন।

গত বছরের ১৮ সেপ্টেম্বর রাজধানীর গুলশান থেকে হাবিব-উন-নবী খান সোহেলকে পুলিশ গ্রেপ্তার করে। শায়রুল কবির জানান, বিএনপির এই নেতার নামে কয়েক শ মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাঁকে বিভিন্ন কারাগারে রাখা হয়েছিল।