জেএমবির সক্রিয় ৩ সদস্য গ্রেপ্তার

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

চট্টগ্রাম জেলার বন্দর থানার হালিশহর এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সক্রিয় তিন সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। তাঁদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে বিপুলসংখ্যক উগ্রবাদী বই, লিফলেট ও ল্যাপটপ।

শুক্রবার বিকেলে র‌্যাব-১১–এর অতিরিক্ত পুলিশ সুপার জসীম উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার জেএমবির সদস্যরা হলেন নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার নরোত্তম এলাকার মো. আশফাক-উর-রহমান অয়ন ওরফে আরিফ ওরফে অনিক (২৬), সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানার রুদ্রপুর এলাকার মো. রনি আহম্মেদ ওরফে রনি (৩১) ও রাজবাড়ী জেলার পাংশা থানার কৃষ্টপুর এলাকার মো. রিপন মণ্ডল ওরফে রিপন (৩০)।

র‌্যাব জানায়, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও বন্দর থানায় সন্ত্রাসবিরোধী আইনে পৃথক দুটি মামলায় তাঁদের আসামি করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা দীর্ঘদিন ধরে জঙ্গি সংগঠন জেএমবির কর্মকাণ্ড ও নাশকতামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছেন।