এরশাদের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত

হুসেইন মুহম্মদ এরশাদ। ফাইল ছবি
হুসেইন মুহম্মদ এরশাদ। ফাইল ছবি

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের দ্বিতীয় জানাজা আজ সোমবার অনুষ্ঠিত হয়েছে। সংসদ ভবনের দক্ষিণ প্লাজা টানেলে অনুষ্ঠিত এই জানাজায় রাষ্ট্রপতি আবদুল হামিদসহ সরকারের মন্ত্রিসভার সদস্য ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশ নেন।

জানাজা শেষে এরশাদের মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে তাঁর সামরিক সচিব শ্রদ্ধা নিবেদন করেন। এ ছাড়া স্পিকারের পক্ষে সংসদের সার্জেন্ট অ্যাট আর্মস শ্রদ্ধা নিবেদন করেন।

জানাজার আগে জাতীয় পার্টির মহাসচিব ও বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা এরশাদের জীবনী পাঠ করেন। এ ছাড়া জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের ও আওয়ামী লীগের সিনিয়র নেতা তোফায়েল আহমদ এরশাদের কর্মময় জীবনের কথা তুলে ধরেন। এরশাদের পরিবারের পক্ষে রওশন এরশাদ বক্তব্য দেন।

জানাজা পরিচালনা করেন জাতীয় সংসদের মসজিদের ইমাম মাওলানা আবু রায়হান।

আওয়ামী লীগের তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম, মুহাম্মদ ফারুক খান, খাদ্যমন্ত্রী ড. আবদুর রাজ্জাক, বিএনপির ব্যারিস্টার মওদুদ আহমেদ, জি এম সিরাজ এমপি, ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া, চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী লিটন, জাতীয় পার্টির ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা, এ বি এম রুহুল আমিন হাওলাদার, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, আওয়ামী লীগের মাহাবুব উল আলম হানিফ, আবদুস সোবহান গোলাপ, সাবের হোসেন চৌধুরী, ব্যারিস্টার ফজলে নূর তাপস এরশাদের দ্বিতীয় জানাজায় অংশ নেন।

এরশাদ গতকাল রোববার সকাল পৌনে আটটায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

নেতা-কর্মীসহ সর্বসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য জাতীয় পার্টির চেয়ারম্যানের মরদেহ আজ দুপুর ১২টা থেকে বেলা ৩টা পর্যন্ত কাকরাইলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে রাখা হবে।

কাল মঙ্গলবার বাদ আছর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে তৃতীয় জানাজার পর এরশাদের মরদেহ আবার সিএমএইচের হিমঘরে রাখা হবে।

জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা সাংবাদিকদের জানিয়েছেন, আজ এরশাদের মরদেহ তাঁর নির্বাচনী এলাকা রংপুরে নিয়ে যাওয়ার ভাবনা থাকলেও ‘প্রতিকূল আবহাওয়ার কারণে’ সম্ভব হচ্ছে না। বিমানবাহিনীর হেলিকপ্টারে করে সাবেক এই রাষ্ট্রপতির মরদেহ আগামীকাল সকালে রংপুরে নেওয়া হবে।

জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রেসসচিব সুনীল শুভ রায় জানিয়েছেন, কাল সকাল সাড়ে ১০টায় রংপুর জেলা শহরের ঈদগাহ মাঠে এরশাদের চতুর্থ জানাজা হবে।

ওই দিনই হেলিকপ্টারে করে ঢাকায় আনা হবে এরশাদের মরদেহ। এদিন বাদ জোহর সেনা কবরস্থানে দাফন করা হবে এরশাদকে।

জাতীয় পার্টির মহাসচিব জানিয়েছেন, আগামী বুধবার বাদ আছর গুলশানের আযাদ মসজিদে এরশাদের কুলখানি অনুষ্ঠিত হবে।