সখীপুরে সড়ক দুর্ঘটনায় আহত মুক্তিযোদ্ধার মৃত্যু

নিহত মুক্তিযোদ্ধা ও উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আতাউর রহমান। ছবি: সংগৃহীত
নিহত মুক্তিযোদ্ধা ও উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আতাউর রহমান। ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের সখীপুরে সড়ক দুর্ঘটনায় আহত মুক্তিযোদ্ধা, উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি ও হাতীবান্ধা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। দুর্ঘটনার ২৭ দিন পর গতকাল রোববার রাত ১২টায় তিনি ঢাকার একটি হাসপাতালে মারা যান।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৭ জুন সকালে আতাউর রহমান গ্রামের বাড়ি থেকে মোটরসাইকেল চালিয়ে সখীপুরে যাচ্ছিলেন। প্রতিমাবংকী এলাকায় পৌঁছালে তিনি মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারান। এ সময় একটি গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগলে তিনি গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে প্রথমে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ঢাকা নিউরো সায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ২৭ দিন চিকিৎসাধীন থাকার পর তিনি মারা যান।

আতাউর রহমানের মৃত্যুতে কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি কাদের সিদ্দিকী ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান গভীর শোক প্রকাশ করেছেন।