ডেঙ্গু দমনে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র

পুরোনো ঢাকার বিভিন্ন এলাকা পরিদর্শন শেষে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন। ছবি: সংগৃহীত
পুরোনো ঢাকার বিভিন্ন এলাকা পরিদর্শন শেষে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন। ছবি: সংগৃহীত

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার বলেছেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করবে। বাংলাদেশে অবস্থিত যুক্তরাষ্ট্রের কমিউনিকেবল ডিজিজ ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে ঢাকা দক্ষিণ সিটিকে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে বলেও জানান তিনি।

আজ বুধবার সকালে মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার পুরান ঢাকার নাজিরাবাজার, কাজী আলাউদ্দিন রোড ও সংলগ্ন এলাকা পরিদর্শন করেন। সেখানে গণমাধ্যমের কর্মীদের ব্রিফিংয়ের সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত এসব কথা বলেন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

আজ পুরান ঢাকায় গিয়ে মার্কিন রাষ্ট্রদূত সেখানকার ঐতিহ্যবাহী খাবার হাজির বিরিয়ানি, বাকরখানি ও মাঠার স্বাদ গ্রহণ করেন।

পরে তিনি ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট এলাকাবাসীর মাঝে বিতরণ করেন।

রাষ্ট্রদূত রবার্ট মিলার পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার খুব সুস্বাদু বলে উল্লেখ করেন।

তাঁকে আতিথেয়তার জন্য মেয়র সাঈদ খোকনকে ধন্যবাদ জানান ।

রবার্ট মিলার বলেন, বাংলাদেশ আমাদের ছোট্ট একটা অফিস আছে, যেখানে বাংলাদেশে ডেঙ্গু, ম্যালেরিয়া এবং দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে কাজ করে। সেই সঙ্গে ঢাকা সিটির উন্নয়নে কাজ করে। কীভাবে মানুষকে ডেঙ্গু থেকে রক্ষা করা যায় ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রসঙ্গে আলাপ করেছি।

এ সময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেন, ‘ডেঙ্গু নিয়ন্ত্রণে দক্ষিণ সিটি করপোরেশনের পাশে থাকবে মার্কিন যুক্তরাষ্ট্র। তাদের বাংলাদেশ কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল অফিস আছে, সেখান থেকে ডেঙ্গু প্রতিরোধে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন আমাদের।’

এ সময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।