যমুনার জলে ভাসছে জীবন

বগুড়ার সারিয়াকান্দি উপজেলার মথুরাপাড়া পয়েন্টে যমুনা নদীর পানি বিপৎসীমার ১২৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এই জলে ভাসছে যমুনার চরে বাস করা মানুষের জীবন। প্রায় ১২ দিন ধরে ঢলের পানি বাড়ছে। সবচেয়ে বেশি অসহায় জীবন যাপন করছেন নারীরা। এখানে তারই কিছু ছবি।
১ / ৯
উঠানে পানি, ঘরে পানি। তবু ভিটের মায়ায় পড়ে আছেন এই নারী
উঠানে পানি, ঘরে পানি। তবু ভিটের মায়ায় পড়ে আছেন এই নারী
২ / ৯
বানের পানিতে কাটছে ভাসমান জীবন
বানের পানিতে কাটছে ভাসমান জীবন
৩ / ৯
একটু সহযোগিতার আশায়
একটু সহযোগিতার আশায়
৪ / ৯
মায়ের সঙ্গে আতঙ্কিত শিশু
মায়ের সঙ্গে আতঙ্কিত শিশু
৫ / ৯
কোলের শিশুকে নিয়ে বাড়ির উঠানে এক মা। আউচারপাড়া, সারিয়াকান্দি, বগুড়া
কোলের শিশুকে নিয়ে বাড়ির উঠানে এক মা। আউচারপাড়া, সারিয়াকান্দি, বগুড়া
৬ / ৯
নিরাপদ আশ্রয়ের উদ্দেশে
নিরাপদ আশ্রয়ের উদ্দেশে
৭ / ৯
যমুনার ঢলে ঘরের ভেতর দিয়ে স্রোত বইছে, জীবন বাঁচাতে মাচায় বসে রান্না
যমুনার ঢলে ঘরের ভেতর দিয়ে স্রোত বইছে, জীবন বাঁচাতে মাচায় বসে রান্না
৮ / ৯
মুঠোফোনে আপনজনকে জানানো হচ্ছে বানভাসি জীবনের কষ্টের কথা
মুঠোফোনে আপনজনকে জানানো হচ্ছে বানভাসি জীবনের কষ্টের কথা
৯ / ৯
এক চিলতে উঁচু জায়গায় একসঙ্গে বেশ কয়েকজন
এক চিলতে উঁচু জায়গায় একসঙ্গে বেশ কয়েকজন