রিফাত হত্যা মামলার ৩ নম্বর আসামি রিশান পাঁচ দিনের রিমান্ডে

রিশান ফরাজীকে বৃহস্পতিবার গ্রেপ্তার করে পুলিশ। ছবি: প্রথম আলো
রিশান ফরাজীকে বৃহস্পতিবার গ্রেপ্তার করে পুলিশ। ছবি: প্রথম আলো

বরগুনায় রিফাত শরীফ হত্যা মামলার ৩ নম্বর আসামি রাশিদুল হাসান রিশান ওরফে রিশান ফরাজীর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বরগুনার জ্যেষ্ঠ বিচারিক হাকিম সিরাজুল ইসলাম গাজী আজ শুক্রবার সকাল ১০টার দিকে এই আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা বরগুনা থানার পরিদর্শক (তদন্ত) মো. হুমায়ুন কবির আজ প্রথম আলোকে বলেন, রিশান ফরাজীকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন জানিয়েছিল পুলিশ। শুনানি নিয়ে তাঁর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রিশান ফরাজীকে গতকাল বৃহস্পতিবার গ্রেপ্তার করে পুলিশ। তবে তাঁকে কোথা থেকে গ্রেপ্তার করা হয়, তা জানানো হয়নি।

পুলিশ বলছে, এই মামলায় এখন পর্যন্ত ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে ১০ জন ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

গত ২৬ জুন বরগুনা সরকারি কলেজের সামনে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয় রিফাত শরীফ নামের যুবককে। এ ঘটনার ২০ দিনের মাথায় গত মঙ্গলবার তাঁর স্ত্রী আয়শা সিদ্দিকাকে গ্রেপ্তার দেখায় পুলিশ। পুলিশ বলছে, হত্যাকাণ্ডের পরিকল্পনার সঙ্গে আয়শা সিদ্দিকাও জড়িত। জিজ্ঞাসাবাদে আয়শা সিদ্দিকা প্রাথমিকভাবে হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

রিফাত শরীফ হত্যা মামলার ১ নম্বর সাক্ষী আয়শা। তাঁকে বুধবার পাঁচ দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ।

আর এই হত্যা মামলার প্রধান আসামি সাব্বির আহম্মেদ ওরফে নয়ন বন্ড (২৫) পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন।