বন্যার্তদের সহায়তায় আনন্দ গ্রুপ

গাইবান্ধার সুন্দরগঞ্জে বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ করেন আনন্দ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আফরুজা বারী
গাইবান্ধার সুন্দরগঞ্জে বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ করেন আনন্দ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আফরুজা বারী

গাইবান্ধাকে বন্যাদুর্গত এলাকা হিসেবে ঘোষণার দাবি জানিয়েছেন আনন্দ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আফরুজা বারী। শুক্রবার সুন্দরগঞ্জের বেলকা, তারাপুর, বাদামের চর, কাশিমবাজার, হরিপুর, কাপাসিয়াসহ বিভিন্ন এলাকার বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণকালে তিনি এ দাবি জানান। দুর্যোগ মোকাবিলায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়ে বন্যাকালীন ত্রাণের পাশাপাশি বন্যা পরবর্তী সহযোগিতা বাড়ানোর জন্য সরকারের কাছে জোর দাবি জানান তিনি।

বন্যাকবলিত এলাকা পরিদর্শনকালে দুর্গত মানুষদের সঙ্গে কথা বলে তাদের খোঁজ খবর নেন আফরুজা বারী। বন্যার্তদের মধ্যে শুকনো খাবারের পাশাপাশি খাবার স্যালাইন, মোমবাতি, দেশলাইসহ বিভিন্ন ত্রাণসামগ্রী বিতরণ করেন তিনি।

এদিকে শনিবার সুন্দরগঞ্জ সরকারি কলেজের হলরুমে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সভায় আফরুজা বারী বলেন, সব বিভেদ ভুলে গিয়ে সুসংগঠিত হয়ে দলের স্বার্থে আমাদের সবাইকে কাজ করতে হবে। আগামী দিনে সুন্দরগঞ্জ আওয়ামী লীগ হবে দেশের উপজেলা আওয়ামী লীগের রোল মডেল। এ লক্ষ্য বাস্তবায়নে নেতা কর্মীদের নিজ নিজ অবস্থানে থেকে কাজ করতে হবে। সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক টি আই এম মকবুল হোসেন প্রামানিকের সভাপতিত্বে সাধারণ সভায় উপজেলা চেয়ারম্যান আশরাফুল আলম সরকার, যুগ্ম আহ্বায়ক রেজাউল আলম, সাজেদুল ইসলামসহ আরও অনেকে বক্তব্য দেন। সভায় শোকের মাস উদযাপন, বন্যা পরিস্থিতি মোকাবিলায় করণীয়, দলীয় কার্যালয় স্থাপনসহ নানা বিষয়ে আলোচনা করা হয়। বিজ্ঞপ্তি।