হাটহাজারীতে নিজ খরচে ৭৫ স্কুলে ইউএনওর বৃক্ষরোপণ

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ৭৫টি স্কুলে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) ব্যক্তিগত খরচে ৫০টি করে গাছ লাগানো হয়েছে। রোববার সকাল সাড়ে ১০টায় একযোগে সব স্কুলে এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

হাটহাজারীর ইউএনও মো. রুহুল আমীনের ব্যক্তিগত খরচে এই বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। এমন উদ্যোগের ব্যাপারে জানতে চাইলে মো. রুহুল আমীন প্রথম আলোকে বলেন, জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধে উপজেলার ৭৫টি স্কুলে একযোগে শিক্ষার্থীদের দিয়ে ৫০টি করে বৃক্ষ রোপণ করানো হয়। গাছগুলোর মধ্যে আম, জাম, কামরাঙা, সফেদা, চালতা ও নিমগাছ আছে।

ইউএনও আরও বলেন, তিনি নিজ খরচে উপজেলার ১৫০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১০টি করে ফলদ বৃক্ষ রোপণের ব্যবস্থাও করবেন।