বাঁশখালীতে হাতির আক্রমণে বাকপ্রতিবন্ধী নিহত

ফাইল ছবি
ফাইল ছবি

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় গহিন জঙ্গলে গরু চরাতে গিয়ে বন্য হাতির আক্রমণে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ রোববার বিকেলে উপজেলার পুঁইছড়ি ইউনিয়নে ছয়টার দিকে এই ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম জাকের হোসেন (৫০)। তিনি বাকপ্রতিবন্ধী ছিলেন বলে জানিয়েছেন স্থানীয় লোকজন। তাঁর বাড়ি পুঁইছড়ি ইউনিয়নের জঙ্গল নাপোড়া এলাকায়। বন বিভাগের লোকজন ঘটনাস্থলে গিয়ে তাঁর লাশ উদ্ধার করেছে।

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য খলিলুর রহমান বলেন, নিহত জাকের তাঁর প্রতিবেশী। জাকেরের পরিবার বেশ অসচ্ছল। তিনি কথা বলতে পারতেন না। বিয়েও করেননি। তাঁর ছোট দুই ভাই ও এলাকার লোকজনের সহায়তায় জীবনযাপন করতেন। পাহাড়ে গরু চরাতে গিয়ে তিনি বন্য হাতির আক্রমণের শিকার হন। পাহাড়ে কাজ করতে যাওয়া কিছু লোকজন জানান, তাঁরা জাকেরের চিৎকার চেঁচামেচি শুনেছিলেন। পরে ঘটনাস্থলে পাহাড়ি মেঠো পথের পাশে তাঁর ক্ষতবিক্ষত লাশ পড়ে থাকতে দেখে লোকালয়ে খবর দেন। জাকেরের লাশ তাঁর নিজ বাড়িতে নিয়ে আসা হয়েছে।

বাঁশখালী বন বিভাগের পুঁইছড়ি রেঞ্জের কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আনিসুজ্জামান শেখ বলেন, লোকালয় থেকে তিন কিলোমিটার দূরে গভীর পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটেছে।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম মজুমদারও জাকের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।