ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে আহত ব্যক্তির মৃত্যু

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ঢাকার কেরানীগঞ্জে ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে আহত এক ব্যক্তি (৪০) চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। রোববার রাত সোয়া আটটার দিকে তিনি মারা যান।

নিহত ওই ব্যক্তির পরিচয় রোববার রাত ১১টার পর্যন্ত জানতে পারেনি পুলিশ।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার বিকেলে কেরানীগঞ্জের খোলামোড়া ঘাট এলাকায় ছেলেধরা সন্দেহে এলাকাবাসী এক ব্যক্তিকে (৪০) পিটুনি দেন। এতে তিনি গুরুতর আহত হন। পুলিশ সংবাদ পেয়ে ওই ব্যক্তিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

কেরানীগঞ্জের কালিন্দী ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য নিত্য সরকার সাংবাদিকদের বলেন, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে খোলামোড়া এলাকায় মিলন সরকারের বাড়ির সামনে অজ্ঞাতনামা এক ব্যক্তিকে ঘোরাফেরা করতে দেখা যায়। এতে এলাকাবাসীর সন্দেহ হলে তাঁকে জিজ্ঞাসাবাদ করে। একপর্যায়ে ওই ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করলে এলাকাবাসী তাঁকে আটক করে পিটুনি দেন।

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকের মোহাম্মদ যুবায়ের বলেন, নিহত ওই ব্যক্তির পরিচয় শনাক্তে পুলিশ বিভিন্ন জায়গায় খোঁজ নিচ্ছে।