বিভিন্ন প্রজাতির ১৭৫ কচ্ছপ জব্দ

বিজিবির (৫৮ ব্যাটালিয়ন) ঝিনাইদহের খালিশপুরের যাদবপুর বিওপির একটি টহল দল ১৭৫টি বিভিন্ন প্রজাতির কচ্ছপ জব্দ করেছে। সোমবার তারা মহেশপুর উপজেলার কানাইডাঙ্গা এলাকা হতে মালিক ছাড়া এগুলো উদ্ধার করে। পরে উদ্ধার করা কচ্ছপগুলো কপোতাক্ষ নদে অবমুক্ত করা হয়।

বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খাঁন জানান, ২২ জুলাই রাত আনুমানিক ৯টার দিকে খবর আসে, ওই এলাকায় চোরাই মালামাল পাচার হচ্ছে। এই খবরে তাদের একটি টহল দল জেলার মহেশপুর উপজেলার সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে সীমান্ত পিলার ৫১ হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কানাইডাঙ্গা গ্রামে মালিকবিহীন অবস্থায় ১৭৫টি প্রজাতির কচ্ছপ পাওয়া যায়। বিজিবির অভিযানের বিষয়টি টের পেয়ে চোরাচালানিরা পালিয়ে যায়।

জব্দ কচ্ছপগুলো পরদিন মঙ্গলবার সকালে খালিশপুর ব্যাটালিয়ন অফিসের সামনে কপোতাক্ষ নদে অবমুক্ত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন খলিশপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কামরুল আহসান।