সন্দেহভাজন আসামি আরিয়ানের জামিন আবেদন নামঞ্জুর

বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যাকাণ্ডের তদন্তে বেরিয়ে আসা সন্দেহভাজন আসামি আরিয়ান শ্রাবণের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার সকালে বরগুনার জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে জামিন আবেদন করা হলে আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইয়াসিন আরাফাত আবেদনটি নামঞ্জুর করেন।

আরিয়ান শ্রাবণের আইনজীবী গোলাম মোস্তফা প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করে বলেন, বুধবার আদালতে জামিন আবেদন করার পর বিচারক আবেদনটি নামঞ্জুর করেন।

রিফাত শরীফ হত্যাকাণ্ডে জড়িত থাকার সন্দেহে আরিয়ান শ্রাবণকে গ্রেপ্তার করে পুলিশ। পরে দুই দফা রিমান্ড শেষে ১৮ জুলাই রিফাত হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে বরগুনার জ্যেষ্ঠ বিচারিক হাকিম মোহাম্মদ সিরাজুল ইসলাম গাজীর আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন আরিয়ান। পরে আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।