কাঞ্চনে নির্বিঘ্নেই চলছে ভোট

এই প্রথম ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট দিলেন আকলিমা বেগম। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আকলিমা। আজ সকাল ৯টা ২০ মিনিটে দেওয়ান লাল মাহমুদ হাফিজিয়া মাদ্রাসা কেন্দ্রে ভোট দিলেন তিনি। আকলিমা বললেন, ‘ইভিএমে কীভাবে ভোট দিতে হয়, তার প্রশিক্ষণ নিছিলাম। ভোট দিতে পারলাম, বেশ খুশি লাগতেছে।’

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভা নির্বাচনে দেওয়ান লাল মাহমুদ হাফিজিয়া মাদ্রাসা কেন্দ্রে ভোটারদের সারি। ২৫ জুলাই। ছবি: দীপু মালাকার
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভা নির্বাচনে দেওয়ান লাল মাহমুদ হাফিজিয়া মাদ্রাসা কেন্দ্রে ভোটারদের সারি। ২৫ জুলাই। ছবি: দীপু মালাকার

আজ বৃহস্পতিবার কাঞ্চন পৌরসভার নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে সকাল নয়টায়। একটানা ভোট গ্রহণ চলবে বিকেল পাঁচটা পর্যন্ত। এই পৌরসভায় ইভিএমে ভোট দিচ্ছেন ভোটাররা। সকাল সাড়ে ১০টায় পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় লোকজন।

লাল মাহমুদ হাফিজিয়া মাদ্রাসা কেন্দ্রে দেখা যায়, সকাল নয়টার আগে থেকেই ভোট দেওয়ার জন্য ভোটাররা কেন্দ্রে ভিড় করেছেন। লোকজন শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছেন। এই ভোটকেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা অলিউল্লাহ খান প্রথম আলোকে বলেন, শান্তিপূর্ণভাবে তাঁর কেন্দ্রে ভোট হচ্ছে। সব প্রার্থীর প্রতিনিধি ভোটকেন্দ্রে হাজির আছেন। এখন পর্যন্ত কোনো অভিযোগ তাঁর কাছে আসেনি।

ভোট দিচ্ছেন এক নারী। ছবি: দীপু মালাকার
ভোট দিচ্ছেন এক নারী। ছবি: দীপু মালাকার

কেন্দ্রের সহকারী প্রিসাইডিং কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, ইভিএমে ভোট নিচ্ছেন এই প্রথম। আগেই তাঁদের প্রশিক্ষণ হয়েছে। ভোটার তাঁর জাতীয়পত্র নিয়ে হাজির হচ্ছেন। পরে তাঁর পরিচয় নিশ্চিত করা হচ্ছে। এরপর ভোটার তাঁর পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছেন।

ভোট দেওয়ার পর হাস্যোজ্জ্বল ভোটার। দেওয়ান লাল মাহমুদ হাফিজিয়া মাদ্রাসা, কেরাব, কাঞ্চন, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ২৫ জুলাই। ছবি: দীপু মালাকার
ভোট দেওয়ার পর হাস্যোজ্জ্বল ভোটার। দেওয়ান লাল মাহমুদ হাফিজিয়া মাদ্রাসা, কেরাব, কাঞ্চন, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ২৫ জুলাই। ছবি: দীপু মালাকার

কাঞ্চন পৌরসভায় মেয়র পদে মোট প্রার্থী চারজন। তাঁদের মধ্যে নৌকা প্রতীক নিয়ে লড়ছেন পৌর যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান মেয়র ও কাঞ্চন পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান আবুল বাশার, পৌরসভার প্রথম মেয়র ও পৌর বিএনপির সহসভাপতি মজিবর রহমান ও জেলা যুবদলের সহসভাপতি আমিরুল ইসলাম।

কেরাবো গ্রামের বাসিন্দা মো. গুলবকস প্রথম আলোকে বলেন, ‘নির্বাচনে এখন পর্যন্ত কোনো হট্টগোল দেখিনি। শেষ পর্যন্ত এমন অবস্থা থাকলেই ভালো।’