বাড্ডার গণপিটুনির ঘটনায় আরও পাঁচজন গ্রেপ্তার

গণপিটুনিতে নিহত তাসলিমা বেগম। ছবি: সংগৃহীত
গণপিটুনিতে নিহত তাসলিমা বেগম। ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তর বাড্ডায় গণপিটুনিতে তাসলিমা বেগম হত্যার ঘটনায় আরও পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে বাড্ডার বিভিন্ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

এ নিয়ে মোট গ্রেপ্তারের সংখ্যা দাঁড়াল ১৩ জন। গতকালের গ্রেপ্তারের এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মো. মাসুদুর রহমান।

গত শনিবার সকালে রাজধানীর উত্তর-পূর্ব বাড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছেলেধরা সন্দেহে পিটিয়ে তাসলিমাকে হত্যা করেন স্থানীয় লোকজন। স্কুলটিতে নিজের চার বছরের মেয়েকে ভর্তি করানোর জন্য তথ্য সংগ্রহ করতে গিয়েছিলেন তিনি। নিহত তাসলিমার বাড়ি লক্ষ্মীপুরের রায়পুরে। রাজধানীর মহাখালীতে চার বছরের মেয়ে ও মাকে নিয়ে থাকতেন তাসলিমা। দুই বছর আগে স্বামীর সঙ্গে তাঁর বিচ্ছেদ হয়। ১১ বছরের এক ছেলেও আছে নিহত তাসলিমার।