ঈদযাত্রায় ভোগান্তির ভয়

>আসন্ন ঈদযাত্রা নিয়ে শঙ্কায় উত্তরাঞ্চলগামী যাত্রীরা। ঢাকা-রংপুর মহাসড়কের বিভিন্ন জায়গা ভাঙাচোরা। বঙ্গবন্ধু সেতু পার হওয়ার পর নলকায় সরু সেতু মেরামত, রায়গঞ্জের চান্দাইকোনা থেকে দত্তকুশা পর্যন্ত প্রায় ১৮ কিলোমিটার পথে দুর্ভোগের আশঙ্কা রয়েছে। বগুড়ার শেরপুরের চান্দাইকোনা থেকে চারমাথা হয়ে শিবগঞ্জের রহবল পর্যন্ত ৬৫ কিলোমিটারের অনেক জায়গা বেহাল। বগুড়া-রংপুর সড়কের গোকুল, বাঘোপাড়া, মহাস্থান এলাকায় ইট বিছিয়ে সংস্কারকাজ চলছে।
মহাসড়কের মাঝখানে উঁচু ঢিবি। ঝুঁকি নিয়ে চলছে যানবাহন।
মহাসড়কের মাঝখানে উঁচু ঢিবি। ঝুঁকি নিয়ে চলছে যানবাহন।
ইট বিছানোর কাজ চলছে।
ইট বিছানোর কাজ চলছে।
একপাশে মেরামতকাজ চলছে। অন্যপাশে চলছে যানও।
একপাশে মেরামতকাজ চলছে। অন্যপাশে চলছে যানও।
রাস্তাজুড়ে বিছানো হচ্ছে ইট।
রাস্তাজুড়ে বিছানো হচ্ছে ইট।
বগুড়া-রংপুর মহাসড়কের ১০০ মিটারজুড়ে ইট ফেলে সংস্কারকাজ চলছে। দুই পাশে প্রায় ১০ কিলোমিটার যানজটে যাত্রীদের দুর্ভোগ।
বগুড়া-রংপুর মহাসড়কের ১০০ মিটারজুড়ে ইট ফেলে সংস্কারকাজ চলছে। দুই পাশে প্রায় ১০ কিলোমিটার যানজটে যাত্রীদের দুর্ভোগ।
মেরামতকাজের জন্য সরু রাস্তা দিয়ে চলছে যান।
মেরামতকাজের জন্য সরু রাস্তা দিয়ে চলছে যান।
যানজট আর রাস্তার কাজের জন্য গন্তব্যে যেতে সময় লাগছে অনেক বেশি।
যানজট আর রাস্তার কাজের জন্য গন্তব্যে যেতে সময় লাগছে অনেক বেশি।
দীর্ঘ যানজট
দীর্ঘ যানজট