নারায়ণগঞ্জে আগুনে পুড়েছে বস্তিঘর

নারায়ণগঞ্জ শহরের চাঁদমারী এলাকায় আগুনে পুড়েছে অর্ধশতাধিক ঘর। ছবি: সংগৃহীত
নারায়ণগঞ্জ শহরের চাঁদমারী এলাকায় আগুনে পুড়েছে অর্ধশতাধিক ঘর। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জ শহরের চাঁদমারী এলাকায় আগুনে পুড়েছে অর্ধশতাধিক বস্তিঘর। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোডের পাশে এই অগ্নিকাণ্ড ঘটে। আগুনে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে আগুনে ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত তিনটার দিকে চাঁদমারী এলাকায় বস্তিতে আগুন লাগে। নিমেষে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা ২০–৩০ ফুট ওপরে উঠে যায়। আতঙ্কে বস্তির লোকজন ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোডে অবস্থান নেয়। বস্তির পাশেই সিএনজি স্টেশন থাকায় মানুষ আরও আতঙ্কিত হয়ে পড়ে।

খবর পেয়ে নারায়ণগঞ্জ শহরের মণ্ডলপাড়া, হাজীগঞ্জ ও আদমজী ফায়ার স্টেশনের সাতটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বস্তির বেশ কয়েকটি টং দোকান, ঝুটের গুদামসহ অর্ধশতাধিক ঘর পুড়ে গেছে। এসব বস্তিঘরে নিম্ন আয়ের মানুষের বাস। অনেক ঘর ঝুট ব্যবসার গুদাম হিসেবে ব্যবহৃত হয়। আগুনের কারণে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। দুর্ভোগে পড়ে বিভিন্ন যানবাহনের দূরপাল্লার যাত্রীরা।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স নারায়ণগঞ্জ অফিসের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন প্রথম আলোকে জানান, সাতটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে। তবে আগুনে কেউ হতাহত হয়নি। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতি নিরূপণ করা হচ্ছে।