দুই ট্রাকের সংঘর্ষে ট্রাকমালিক নিহত

বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় দুই ট্রাকের সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ রোববার সকাল সাড়ে ছয়টার দিকে নন্দীগ্রাম পৌর এলাকার ইসলামপুরে বগুড়া-নাটোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম হায়দার প্রামাণিক (৪০)। বাড়ি পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার ট্রাফিক মোড় এলাকায়। তিনি পরিবহন ব্যবসায়ী।

হাইওয়ে পুলিশ জানায়, নাটোরগামী পাথরবোঝাই একটি ট্রাক চাকা নষ্ট হয়ে যাওয়ায় নন্দীগ্রাম পৌর এলাকার ইসলামপুর সেলিনা পাম্পের সামনে দাঁড়িয়ে ছিল। নাটোরগামী পাথরবোঝাই আরেকটি ট্রাক ঘটনাস্থলে আসে। ওই ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে পেছন থেকে ধাক্কা দেন। এতে ওই ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই ট্রাকচালকের পাশে বসে থাকা ট্রাকের মালিক হায়দার প্রামাণিক নিহত হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সহায়তায় ট্রাকের ভেতরে থাকা লাশ উদ্ধার করা হয়।

নন্দীগ্রাম এলাকার কুন্দারহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ কাজল কুমার নন্দী প্রথম আলোকে বলেন, হায়দার প্রামাণিক মাঝেমধ্যে তাঁর নিজের ট্রাকে চালকের সহকারী হিসেবে দায়িত্ব পালন করতেন। ভোরে তাঁর ট্রাকের চালক ঘুম–চোখে ট্রাক চালাচ্ছিলেন। এ কারণে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা লাগে। হায়দারের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।