ডেঙ্গু মোকাবিলায় আন্তরিকভাবে কাজ করছে সরকার: জি এম কাদের

জি এম কাদের। ফাইল ছবি
জি এম কাদের। ফাইল ছবি

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, দেশের ডেঙ্গু পরিস্থিতি ধীরে ধীরে উন্নতির দিকে যাচ্ছে। আশা করছি দ্রুতই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে। ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সরকার আন্তরিকভাবে কাজ করছে ।

কাদের বলেন ‘সরকারের আন্তরিকতার অভাব আছে বলে আমরা মনে করি না।’

আজ রোববার বেলা তিনটার দিকে জি এম কাদের এমপি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীদের দেখতে যান। সেখানেই সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।


জি এম কাদের বলেন, ডেঙ্গু আক্রান্তের ভয়াবহতা এখন কমে যাচ্ছে। তবে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে এটা বলা যাবে না। সরকারকে এদিকে আরও দৃষ্টি দিতে হবে।

কাদের বলেছেন, ডেঙ্গু রোগীর সংখ্যা আরও বাড়লে এটা হবে উদ্বেগজনক।

জি এম কাদের আরও বলেন, সরকার ডেঙ্গু মোকাবিলায় সর্বাত্মক প্রচেষ্টা করেছে এতে সন্দেহের অবকাশ নেই। এত দিন পর্যন্ত আমরা দেখেছি প্রতিদিনই ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়েছে, রোগীরা মারা যাচ্ছে। এটা যথেষ্ট উদ্বেগের কারণ ছিল। আমরা চাইব সরকার ডেঙ্গু মোকাবিলায় আরও উদ্যোগী হোক।

আজ ঢাকা মেডিকেল কলেজ পরিদর্শনের সময় কাদেরের সঙ্গে ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আলমগীর সিকদার লোটন, চেয়ারম্যানের উপদেষ্টা মো. নোমান মিয়া, ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম, জাতীয় যুব সংহতির সাধারণ সম্পাদক ফখরুল আহসান শাহাজাদা, জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক মো. হেলাল উদ্দিন, কেন্দ্রীয় নেতা মোস্তফা আল মাহমুদ, জয়নাল আবেদিন, সোলায়মান সামি, দিন ইসলাম শেখ।