হবিগঞ্জে পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' নিহত ১

বন্দুকযুদ্ধ। প্রতীকী ছবি
বন্দুকযুদ্ধ। প্রতীকী ছবি

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ সোমবার ভোররাত চারটার দিকে উপজেলার শানখোলা এলাকায় কথিত এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

পুলিশের দাবি, নিহত ব্যক্তি ডাকাত দলের সদস্য ছিলেন। তবে তাঁর নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।

পুলিশের ভাষ্য, বন্দুকযুদ্ধের ঘটনায় চুনারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজমুল হকসহ পুলিশের তিন সদস্য আহত হয়েছেন।

জেলা পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা প্রথম আলোকে বলেন, চুনারঘাট থানা থেকে তাঁকে বন্দুকযুদ্ধের ঘটনা সম্পর্কে অবহিত করা হয়েছে। এ ব্যাপারে আজ দুপুরে তাঁর কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য তুলে ধরা হবে।

চুনারঘাট থানা-পুলিশের ভাষ্য, আজ ভোররাতে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় সেখানে যায় পুলিশ। ডাকাত দলের সদস্যদের সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধ হয়। এতে ডাকাত দলের এক সদস্য নিহত হন। আহত হন পুলিশের তিন সদস্য।

পুলিশ জানায়, নিহত ব্যক্তির লাশ থানায় রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে পাঠানো হবে।