ডেঙ্গুতে ঢাকা মেডিকেলে কিশোরের মৃত্যু

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এক কিশোরের মৃত্যু হয়েছে। গতকাল রোববার রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। কিশোরের নাম মো. হাসান। তার বয়স ১৪ থেকে ১৫ বছর। গত শনিবার রাতে ওই কিশোর জ্বর নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়।

হাসানের বাড়ি ভোলায়। সে ঢাকার খিলগাঁওয়ে থাকত।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. নাসির উদ্দীন এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন। এ নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এখন পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেল ১৩ জন। আজ সকাল পর্যন্ত ১৮৩ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী এখানে ভর্তি আছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুম বলছে, দুই দিনের ব্যবধানে সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত ব্যক্তির সংখ্যা আবার বাড়ছে। গত বৃহস্পতিবার আক্রান্ত ব্যক্তির সংখ্যা ছিল ১ হাজার ৭১২। পরদিন তা কমে ১ হাজার ৬৮৭ হয়। শনিবার কিছুটা কমে আক্রান্ত ব্যক্তির সংখ্যা ১ হাজার ৬৪৯। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি হয়েছে ১ হাজার ৮৭০ জন। সব মিলে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছে ২৪ হাজার ৮০৪ জন। এর মধ্যে ৭ হাজার ৩৯৮ জন বর্তমানে ভর্তি আছে।