চুরি হওয়া ৯ মোটরসাইকেলসহ গ্রেপ্তার ৩

ঢাকা ও টাঙ্গাইলে অভিযান চালিয়ে চুরি হওয়া মোটরসাইকেলসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত
ঢাকা ও টাঙ্গাইলে অভিযান চালিয়ে চুরি হওয়া মোটরসাইকেলসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত

মোটরসাইকেল চুরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ৪ ও ৫ আগস্ট ঢাকা ও টাঙ্গাইলে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে ওয়ারী থানা-পুলিশ।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মো. মানিক (২২), অপু মালি (২৮) ও মো. আবদুল হাই (৪৫)। তাঁদের কাছ থেকে চুরি হওয়া ৯টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

পুলিশের দাবি, গ্রেপ্তার তিনজন মোটরসাইকেল চোর চক্রের সদস্য।

ওয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান প্রথম আলোকে বলেন, গত ১১ জুন ওয়ারী থানায় একটি মোটরসাইকেল চুরির মামলা হয়। তদন্তে ওই তিন ব্যক্তির সংশ্লিষ্টতা পাওয়া যায়। তদন্তের সূত্র ধরে ঢাকা ও টাঙ্গাইলের বিভিন্ন এলাকায় গত দুই দিন টানা অভিযান চালানো হয়। অভিযানে মানিক, অপু ও আবদুল হাই গ্রেপ্তার হন।

পুলিশের ভাষ্য, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার হওয়া তিনজন বলেছেন, তাঁরা ওয়ারীসহ ঢাকার বিভিন্ন এলাকায় মোটরসাইকেল চুরি করতেন। চুরি করা মোটরসাইকেলগুলো পরে বিক্রি করে দিতেন। গ্রেপ্তার হওয়া তিন ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।