র্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' এক ব্যক্তি নিহত

বন্দুকযুদ্ধ। প্রতীকী ছবি
বন্দুকযুদ্ধ। প্রতীকী ছবি

গাজীপুরের শ্রীপুর উপজেলায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত হয়েছেন। র‍্যাবের দাবি তিনি মাদক ব্যবসায়ী। এ সময় একটি রিভলবার, চার রাউন্ড গুলি, এক হাজার বোতল ফেনসিডিল ও একটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলার কড়ইতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আশরাফুল ইসলাম।

র‌্যাব-২-এর কোম্পানি কমান্ডার মহিউদ্দিন ফারুকীর পাঠানো বার্তায় জানানো হয়, চুয়াডাঙ্গা থেকে প্রাইভেট কারে ফেনসিডিলের একটি চালান বহন করে ঢাকার মোহাম্মদপুরের দিকে যাচ্ছিলেন আশরাফুল ইসলাম নামের এক মাদক ব্যবসায়ী। মঙ্গলবার সকাল থেকে গাজীপুরের বিভিন্ন স্থানে তল্লাশি চালায় র‌্যাব। চৌরাস্তায় তল্লাশি চলা অবস্থায় একটি প্রাইভেট কার চেকপোস্টের থামার সংকেত না মেনে র‌্যাবের ব্যারিকেড ভেঙে ময়মনসিংহ সড়ক ধরে যেতে থাকে।

পরে র‌্যাব গাড়িটিকে অনুসরণ করতে থাকে। র‌্যাবের অনুসরণের বিষয়টি বুঝতে পেরে মাওনা চৌরাস্তা থেকে গাড়িটি পশ্চিম দিকে মোড় নিয়ে কড়ইতলা এলাকার দিকে যাওয়া শুরু করে। একপর্যায়ে থামার পর গাড়ি থেকে নেমে আশরাফুল র‌্যাব সদস্যদের উদ্দেশ্যে গুলি ছোড়েন। পরে র‍্যাব সদস্যরাও পাল্টা গুলি ছোড়েন। এতে ঘটনাস্থলেই আশরাফুলের মৃত্যু হয়।