'দেশের মানুষ উদ্বিগ্ন ডেঙ্গু নিয়ে, আর ফখরুল চান নির্বাচন'

তথ্যমন্ত্রী হাছান মাহমুদ (ফাইল ছবি)
তথ্যমন্ত্রী হাছান মাহমুদ (ফাইল ছবি)

ডেঙ্গু মোকাবিলায় সারা দেশের মানুষ যেখানে উদ্বিগ্ন সেখানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচনের দাবি জানাচ্ছেন বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। তিনি প্রশ্ন করেন, ‘এখন কি মানুষ নির্বাচনের বিষয়ে আছে? এখন তো সবাই ডেঙ্গু নিয়ে উদ্বিগ্ন।’

আজ বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে (এইউডব্লিউ) ‘এইউডব্লিউ ম্যাথ অ্যান্ড সায়েন্স সামার স্কুলের’ সমাপনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এ কথা বলেন।

আরেক প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, নবম ওয়েজবোর্ডের প্রজ্ঞাপন জারি করার জন্য সরকারের পক্ষ থেকে সব প্রস্তুতি নেওয়া হয়েছিল। তবে এখন তা আদালতে গড়িয়েছে। যেহেতু আদালতে গেছে, তাই আদালতে সরকারের পক্ষ থেকে বক্তব্য উপস্থাপন করা হবে।

এর আগে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, এইউডব্লিউ হলো বাংলাদেশের গর্ব। এটিই একমাত্র বেসরকারি বিশ্ববিদ্যালয় যেটিকে সরকার বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জমি দিয়ে সহায়তা করেছেন।

নারীর ক্ষমতায়নে এইউডব্লিউ অবিশ্বাস্য কাজ করছে বলে মন্তব্য করেন হাছান মাহমুদ। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘যারা এইউডব্লিউর মতো বিশ্বমানের একটি শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনার সুযোগ পেয়েছ, তোমরা সত্যিই ভাগ্যবান। তোমরা একদিন স্বপ্নের চেয়েও বড় হবে। নারীর ক্ষমতায়নে আরও বেশি ভূমিকা রাখবে।’ বাবা-মায়ের পাশে থাকার জন্য শিক্ষার্থীদের আহ্বান জানান তথ্যমন্ত্রী। তিনি বলেন, ‘তোমরা যখন ছোট ছিলে তখন বাবা-মা তোমাদের স্নেহ দিয়ে তোমাদের বড় করেছে। আর বাবা-মায়েরা যখন বড় হয়ে যায়, তখন তারা হয়ে যাবে তোমাদের সন্তানের মতো। তখন তোমাদের সেবা দিয়ে তাদের লালনপালন করতে হবে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সাংসদ ওয়াসিকা আয়শা খান, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সেলিয়া শাহনাজ ও শেভরনের পরিচালক (করপোরেট অ্যাফেয়ার্স) ইসমাইল চৌধুরী। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন এইউডব্লিউর রেজিস্ট্রার ডেভ ডোল্যান্ড। এ ছাড়া বক্তব্য দেন একেএম মনিরুজ্জামান মোল্লা, অতিথি শিক্ষক রানবেল সান প্রমুখ।

অনুষ্ঠানে এইউডব্লিউ ম্যাথ অ্যান্ড সায়েন্স সামার স্কুলে অংশগ্রহণকারীদের মধ্যে মেধার ভিত্তিতে দুই শিক্ষার্থীকে ‘ইমার্জিং উইমেন লিডার ইন স্টিম অ্যাওয়ার্ড’ দেওয়া হয়। এ দুই শিক্ষার্থীকে স্কলারশিপসহ এইউডব্লিউতে স্নাতক পর্যায়ে পড়ার সুযোগ দেওয়া হবে।

শেভরনের সহযোগিতায় মাসব্যাপী এইউডব্লিউ-ম্যাথ অ্যান্ড সায়েন্স সামার স্কুলের কার্যক্রমে শিক্ষার্থীদের নানা বিষয়ের ওপর পড়ানো হয়। যেসব শিক্ষার্থী ‘ও’ লেভেল শেষ করেছে বা উচ্চমাধ্যমিক স্তরে অধ্যয়নরত কিংবা পরীক্ষায় অংশগ্রহণ করেছে তারাই এই প্রোগ্রামে অংশ নেয়।

অনুষ্ঠানে এইউডব্লিউ ম্যাথ অ্যান্ড সায়েন্স সামার স্কুলে অংশগ্রহণকারীদের মধ্যে মেধার ভিত্তিতে দুই শিক্ষার্থীকে ‘ইমার্জিং উইমেন লিডার ইন স্টিম অ্যাওয়ার্ড’ দেওয়া হয়। এ দুই শিক্ষার্থীকে স্কলারশিপসহ এইউডব্লিউতে স্নাতক পর্যায়ে পড়ার সুযোগ দেওয়া হবে। সমাপনী অনুষ্ঠানের আগে এইউডব্লিউর শিক্ষার্থীদের সাংস্কৃতিক পরিবেশনা শিক্ষার্থীদের মুগ্ধ করে।