ভেজা কাপড় শুকাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, মা-মেয়ের মৃত্যু

টাঙ্গাইলের সখীপুরে ভেজা কাপড় শুকাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়ের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরেক মেয়ে গুরুতর আহত হয়েছেন। শুক্রবার বিকেলে উপজেলার কালিয়া ইউনিয়নের কুতুবপুর বিন্নরীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া দুজন হলেন জমেলা বেগম (৩৮) ও তাঁর ছোট মেয়ে সুমাইয়া আক্তার (১০)। সুমাইয়া উপজেলার শুকনারছিট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী ছিল। বড় মেয়ে আরিফা আক্তার (২০) গুরুতর আহত অবস্থায় সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

স্থানীয় ইউপি সদস্য মজিবুর রহমান ফকির বলেন, শুক্রবার বিকেলে সুমাইয়া বাড়ির উঠানে তারে ভেজা কাপড় শুকাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। মেয়ের চিৎকার শুনে মা জমেলা এগিয়ে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় মা ও বোনকে উদ্ধারে এগিয়ে গেলে বড় মেয়ে আরিফাও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে প্রতিবেশীরা তিনজনকেই গুরুতর অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক জমেলা ও সুমাইয়াকে মৃত ঘোষণা করেন।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।