ঈদ উপলক্ষে হিলি সীমান্তে বিজিবি-বিএসএফের মিষ্টি বিনিময়

ঈদ উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) একে অপরকে মিষ্টি উপহার দিয়ে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছে। ছবি: এএসএম আলমগীর
ঈদ উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) একে অপরকে মিষ্টি উপহার দিয়ে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছে। ছবি: এএসএম আলমগীর

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) একে অপরকে মিষ্টি উপহার দিয়ে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছে।

আজ সোমবার সকাল ১০টায় হিলি সীমান্তের চেকপোস্ট গেটের শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে এই শুভেচ্ছা বিনিময় হয়। বিএসএফের পক্ষে ভারতের হিলি বিএসএফ ক্যাম্প কমান্ডার ডি এস সন্ধু ও জগদীশ প্রসাদ এবং বিজিবির পক্ষে বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার আলতাফ হোসেন ও আটপাড়া ক্যাম্প কমান্ডার চানমিয়া শুভেচ্ছা বিনিময় করেন ।

হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার আলতাফ হোসেন জানান, আজ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিজিবির পক্ষ থেকে বিএসএফকে নয় প্যাকেট মিষ্টি উপহার দিয়ে ঈদের শুভেচ্ছা জানানো হয়েছে। এ সময় বিএসএফও বিজিবিকে সাত প্যাকেট মিষ্টি উপহার দিয়ে ঈদের শুভেচ্ছা জানিয়েছে। সীমান্তে সৌহার্দ্য, সম্প্রতি ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখতে প্রতিবছর দুই দেশের বিভিন্ন জাতীয় ও ধর্মীয় অনুষ্ঠানগুলোয় বিজিবি-বিএসএফ একে অপরকে মিষ্টি ও বিভিন্ন ধরনের সামগ্রী উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করে থাকে।