২৪ ঘণ্টায় ১৬ হাজার মেট্রিক টন বর্জ্য অপসারিত: মেয়র খোকন

কোরবানির বর্জ্য পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছেন সিটি করপোরেশনের কর্মীরা। ধোলাইখাল, ঢাকা, ১৩ আগস্ট। ছবি: দীপু মালাকার
কোরবানির বর্জ্য পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছেন সিটি করপোরেশনের কর্মীরা। ধোলাইখাল, ঢাকা, ১৩ আগস্ট। ছবি: দীপু মালাকার

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন বলেছেন, কোরবানির প্রথম দিনের বর্জ্য তাঁদের ঘোষিত সময়সীমার মধ্যে অপসারণ করা হয়েছে। ২৪ ঘণ্টায় ডিএসসিসি ১৬ হাজার মেট্রিক টন বর্জ্য অপসারণ করেছে বলে দাবি করেন মেয়র।

আজ মঙ্গলবার বেলা তিনটায় রাজধানীতে দক্ষিণ সিটি করপোরেশন ভবনে বর্জ্য অপসারণ নিয়ে এক সংবাদ সম্মেলনে মেয়র এসব কথা বলেন। মেয়র সাঈদ খোকন বলেন, ডিএসসিসি ২৪ ঘণ্টায় প্রায় ১৬ হাজার মেট্রিক টন বর্জ্য অপসারণের মাধ্যমে নগরীকে প্রায় শতভাগ কোরবানির পশুর বর্জ্যমুক্ত করতে সক্ষম হয়েছে।

ঈদের আগে মেয়র ২৪ ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের ঘোষণা দিয়েছিলেন। মেয়র বলেন, ‘ডিএসসিসি প্রথম দিনের বর্জ্য তার ঘোষিত সময়সীমা ২৪ ঘণ্টার মধ্যে অপসারণ করার লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করেছিল। কোরবানির প্রথম দিনের বর্জ্য যথাসময়ে অপসারিত করেছে। কন্ট্রোল রুমের তথ্যানুযায়ী, আজ সকাল ৬টা ১০ মিনিটে সব ওয়ার্ডের প্রথম দিনের বর্জ্যের প্রায় শতভাগ অপসারণ করতে সক্ষম হয়েছে ডিএসসিসি।’

ঈদের দ্বিতীয় দিনে যেসব বর্জ্য হবে, তা আজ রাতের মধ্যে অপসারণ করা হবে। তৃতীয় দিনে যেসব পশু কোরবানি হবে, তাও সেদিন রাতের মধ্যে পুরোপুরি অপসারণ করা সম্ভব বলে আশা করেন মেয়র।

মেয়র জানান, ডিএসসিসির অধীন এবার ১৭টি পশুর হাট ছিল। তাই এ বছর বর্জ্যের পরিমাণ দাঁড়াবে ২১ হাজার মেট্রিক টন। সাঈদ খোকন বলেন, ১৭টি হাটের মধ্যে ১৪টির বর্জ্য অপসারণ করা হয়েছে। তবে কয়েকটি হাটের মধ্যে এখনো পুঁতে রাখা বাঁশ রয়েছে, যা ইজারাদারদের অসহযোগিতার কারণে হয়েছে। যাঁদের অবহেলার কারণে এ রকম হচ্ছে, সেসব ইজারাদারের জামানত বাজেয়াপ্তসহ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ডিএসসিসি। এ ছাড়া কমলাপুর, মেরাদিয়া ও শনির আখড়ায় বর্জ্য অপসারণের কাজ এখনো চলমান বলে জানান মেয়র।

সাঈদ খোকন সহায়তার জন্য নাগরিকদের ধন্যবাদ জানান। তিনি বলেন, জনগণের সচেতনতা ও সিটি করপোরেশনের উদ্যোগের কারণেই বর্জ্য দ্রুত অপসারিত হচ্ছে। কোথাও কোনো বর্জ্য পড়ে থাকতে দেখলে তিনি ডিএসসিসির হটলাইনে (০৯৬১১০০০৯৯৯) ফোন করে জানানোর অনুরোধ করেন।

কোরবানির বর্জ্য পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছেন সিটি করপোরেশনের কর্মীরা। ধোলাইখাল, ঢাকা, ১৩ আগস্ট। ছবি: দীপু মালাকার
কোরবানির বর্জ্য পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছেন সিটি করপোরেশনের কর্মীরা। ধোলাইখাল, ঢাকা, ১৩ আগস্ট। ছবি: দীপু মালাকার

সাংবাদিকেরা মুগদা, ধোলাইখাল, সায়েদাবাদে বর্জ্য অপসারণ হয়নি জানালে মেয়র তা নোট করে নেন। দ্রুতই সেখানে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।

বর্জ্যের জন্য অনেক নাগরিকের কাছে ব্যাগ না পৌঁছানোর অভিযোগ প্রসঙ্গে সাঈদ খোকন বলেন, তদন্ত করে তিনি ব্যবস্থা নেবেন।
নির্ধারিত স্থানে কোরবানি না দেওয়া নিয়ে নাগরিকদের অনীহা প্রসঙ্গে মেয়র বলেন, চার বছর আগে এ প্রথা চালু হয়। মানুষ ধীরে ধীরে অভ্যস্ত হবে বলে আশা প্রকাশ করেন।

হটলাইন ঠিকমতো কাজ করে না জানানো হলে উপস্থিত সাংবাদিকদের সামনেই মেয়র হটলাইনে ফোন করেন। নিজের পরিচয় না জানিয়ে তিনি বলেন, খিলগাঁওয়ের পল্লীমা সংসদ এলাকার একটি সড়কে বর্জ্য অপসারণ হয়নি। হটলাইন থেকে মেয়রের অভিযোগটি নিয়ে তা অপসারণ করা হবে বলে জানানো হয়।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন নাগরিক সমাজের প্রতিনিধি লেখক ও গবেষক সৈয়দ আবুল মকসুদ, ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা জাহিদ হোসেন প্রমুখ।