রাজধানীর লালবাগে প্লাস্টিক কারখানায় আগুন

রাজধানীর লালবাগে পোস্তা এলাকায় প্লাস্টিকের কারখানার আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ঢাকা, ১৪ আগস্ট। ছবি: সংগৃহীত
রাজধানীর লালবাগে পোস্তা এলাকায় প্লাস্টিকের কারখানার আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ঢাকা, ১৪ আগস্ট। ছবি: সংগৃহীত

রাজধানীর লালবাগের পোস্তা এলাকায় একটি প্লাস্টিক কারখানায় আগুন লেগেছে। আজ বুধবার রাত পৌনে ১১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট।

পোস্তা এলাকায় প্লাস্টিকের কারখানার আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ঢাকা, ১৪ আগস্ট। ছবি: সংগৃহীত
পোস্তা এলাকায় প্লাস্টিকের কারখানার আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ঢাকা, ১৪ আগস্ট। ছবি: সংগৃহীত

রাত পৌনে ১২টার দিকে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে বাবুল মিয়া প্রথম আলোকে বলেন, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে গেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ১৫টি ইউনিট। আগুন লাগার কারণ প্রাথমিকভাবে জানা যায়নি। তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

রাত সোয়া ১২টার দিকে ঘটনাস্থলে কর্তব্যরত ফায়ার সার্ভিসের লিডার মো. জহিরুল ইসলাম বলেন, আগুন মোটামুটি নিয়ন্ত্রণে বলা যায়। কারখানায় পলিথিন ছিল। পলিথিনের কারণে প্রচণ্ড কালো ধোঁয়ার সৃষ্টি হয়েছে। ফলে আগুন নিয়ন্ত্রণে আনতে সমস্যা হচ্ছে।

আগুন নিয়ন্ত্রণে পাশের বাড়ি থেকে কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ছবি: সংগৃহীত
আগুন নিয়ন্ত্রণে পাশের বাড়ি থেকে কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ছবি: সংগৃহীত

প্রত্যক্ষদর্শীরা জানান, টিনের ঘরে ওই প্লাস্টিক কারখানার কাজ চলে। ঈদের কারণে শ্রমিকেরা ছুটিতে গেছেন। ওই কারখানার পাশে জুতা ও টায়ারের কারখানা রয়েছে।