মিরপুরে বস্তিতে আগুন, কাজ করছে ফায়ার সার্ভিসের ১৯ টি ইউনিট

রাজধানীর মিরপুরের রূপনগর এলাকার একটি বস্তিতে ভয়াবহ আগুন লেগেছে। রূপনগর, মিরপুর, ১৬ আগস্ট। ছবি: দীপু মালাকার
রাজধানীর মিরপুরের রূপনগর এলাকার একটি বস্তিতে ভয়াবহ আগুন লেগেছে। রূপনগর, মিরপুর, ১৬ আগস্ট। ছবি: দীপু মালাকার

রাজধানীর মিরপুরের রূপনগর এলাকার একটি বস্তিতে আগুন লেগেছে। শুক্রবার সন্ধ্যা সোয়া সাতটার পর এ আগুন লাগে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।

মিরপুর ৭ নম্বর সড়কের আরামবাগের ঝিলপাড় বস্তিতে এ আগুন লাগে। আগুনে এর মধ্যেই পুড়ে গেছে কয়েক শ বাসা-বাড়ি। আগুনে ক্ষতিগ্রস্ত বস্তির বাসিন্দারা রাস্তায় বসে আহাজারি করছেন।

বস্তির বাসিন্দা মাহমুদা আক্তার প্রথম আলোকে বলেন, সন্ধ্যার দিকে দুই ছেলেকে নিয়ে বাসাতেই ছিলেন। এর মধ্যেই হঠাৎ আগুন লেগেছে বলে হইচই শুনতে পান। চিৎকার শুনে বাইরে বেরিয়ে দেখেন, আক্তার মিয়ার বস্তি এলাকায় দাউ দাউ করে আগুন জ্বলছে। প্রাণ বাঁচাতে ছেলেদের নিয়ে দৌড়ে আরামবাগ আবাসিক এলাকার ৪ নম্বর সড়কে চলে আসেন।

রূপনগরের বস্তিতে লাগা আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট। রূপনগর, মিরপুর, ১৬ আগস্ট। ছবি: দীপু মালাকার
রূপনগরের বস্তিতে লাগা আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট। রূপনগর, মিরপুর, ১৬ আগস্ট। ছবি: দীপু মালাকার

গৃহকর্ত্রী হিসেবে কাজ করা মাহমুদা আগুনের ভয়াবহতা সম্পর্কে বলতে গিয়ে বলেন, ‘জানটা নিয়া বাইর হয়ে আসছি শুধু। আর কিছুই বাঁচাতে পারি নাই। টিভি, ফ্রিজ, আসবাবপত্র সব আগুনে পুড়ে গেছে। যখন দৌড়ে পালাই, আগুন যেন আমাদের তাড়া করছিল। আমরা যত দৌড়াই, আগুনও তত পেছন পেছন ছুটে আসে। মুহূর্তের মধ্যেই সবকিছু পুড়ে শেষ হয়ে গেছে।’

বস্তির আরেক বাসিন্দা রিকশাচালক তৌহিদ উদ্দিন বলেন, ‘সারা দিন রিকশা চালানোর পর সন্ধ্যায় বাসায় ফিরেছিলাম। ঘরে পা রাখার সঙ্গে সঙ্গেই চারপাশের মানুষকে দৌড়ে পালাতে দেখি। খানিক দূরের আগুনও চোখের পলকে পুরো এলাকায় ছড়িয়ে পড়ে।’

আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিস। রূপনগর, মিরপুর, ১৬ আগস্ট। ছবি: দীপু মালাকার
আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিস। রূপনগর, মিরপুর, ১৬ আগস্ট। ছবি: দীপু মালাকার

প্রত্যক্ষদর্শীরা বলছেন, অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্কিত বস্তিবাসী ও আশপাশের মানুষকে নিরাপদ স্থানে ছুটতে দেখা যায়। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

রাত সোয়া আটটার দিকে ঢাকা মহানগর ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে কর্তব্যরত কর্মকর্তা এরশাদ হোসেন প্রথম আলোকে বলেন, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যান। পর্যায়ক্রমে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দেয়।

আগুন লেগে বস্তির অনেক বাড়ি-ঘর পুড়ে গেছে। রূপনগর, মিরপুর, ১৬ আগস্ট। ছবি: দীপু মালাকার
আগুন লেগে বস্তির অনেক বাড়ি-ঘর পুড়ে গেছে। রূপনগর, মিরপুর, ১৬ আগস্ট। ছবি: দীপু মালাকার
আগুনে জ্বলছে ঝিলপাড় বস্তি এলাকার কয়েক শ বাড়ি। রূপনগর, মিরপুর, ১৬ আগস্ট। ছবি: দীপু মালাকার
আগুনে জ্বলছে ঝিলপাড় বস্তি এলাকার কয়েক শ বাড়ি। রূপনগর, মিরপুর, ১৬ আগস্ট। ছবি: দীপু মালাকার