কিশোরগঞ্জে বেশি ভাড়া চাওয়ায় চালকের সহকারীকে কারাদণ্ড

নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া চাওয়ায় অনন্যা পরিবহনের শ্রমিক সোহেল মিয়াকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়। ছবি: সংগৃহীত
নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া চাওয়ায় অনন্যা পরিবহনের শ্রমিক সোহেল মিয়াকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়। ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জে নির্ধারিত বাস ভাড়ার চেয়ে অতিরিক্ত টাকা চাওয়ায় মো. সোহেল মিয়া (২৩) নামের এক পরিবহনশ্রমিককে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শহরের গাইটাল আন্তজেলা বাস টার্মিনালে আজ শুক্রবার দুপুরে জেলা কালেক্টরেটের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনোয়ার হোসেন এই আদেশ দেন।

সাজাপ্রাপ্ত সোহেল পাকুন্দিয়া উপজেলার সুখিয়া গ্রামের মৃত জবাব আলীর ছেলে। তিনি অনন্যা পরিবহন বাসের চালকের সহকারী হিসেবে কাজ করেন। পরে তাঁকে কিশোরগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, অনন্যা পরিবহনের কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী বাসের প্রতিটি টিকিটের নির্ধারিত মূল্য ২২০ টাকা। শুক্রবার দুপুরে তিনজন যাত্রী অনন্যা পরিবহনের কাউন্টার থেকে নির্ধারিত মূল্যে টিকিট কেনেন। কিন্তু বাসের শ্রমিকেরা কৌশলে বাসের আসন দখলে রেখে আসনপ্রতি ১০০ টাকা অতিরিক্ত দাবি করেন। বিষয়টি কিশোরগঞ্জ সদর মডেল থানা-পুলিশকে জানান ভুক্তভোগী তিন যাত্রী। পরে বেলা একটার দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক জেলা কালেক্টরেটের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনোয়ার হোসেনের নেতৃত্বে কিশোরগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (অপারেশন) মো. জাকির হোসেন ও পরিদর্শক (ইন্টেলিজেন্স অ্যান্ড কমিউনিটি পুলিশিং) জয়নাল আবেদীন ঘটনাস্থলে যান। অভিযোগের সত্যতা পাওয়ায় সোহেলকে ১৫ দিনের কারাদণ্ড দেন মো. মনোয়ার হোসেন।

জানতে চাইলে জেলা কালেক্টরেটের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, যাত্রীদের কাছে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া দাবি করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪০ ধারায় সোহেল মিয়াকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।