ঝুঁকি নিয়ে ফেরা

আপনজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি শেষে নিজ গন্তব্যে ফিরতে শুরু করেছে মানুষ। ঝুঁকি নিয়ে ও বৃষ্টির ভোগান্তি মাথায় করে বাড়ি ফিরছেন তাঁরা। ঈদ শেষে উত্তরবঙ্গ থেকে কর্মস্থলে ফেরার কিছু চিত্র।
ঈদযাত্রায় বাইরে বের হয়ে বৃষ্টির কবলে পড়েছে এই পরিবার। ভোগান্তি উপেক্ষা করে শিশুটির বৃষ্টিবিলাসের আনন্দ সহজেই নজর কাড়ে। ঢাকা-বগুড়া মহাসড়কের শাজাহানপুর উপজেলার বি-ব্লক এলাকা।
ঈদযাত্রায় বাইরে বের হয়ে বৃষ্টির কবলে পড়েছে এই পরিবার। ভোগান্তি উপেক্ষা করে শিশুটির বৃষ্টিবিলাসের আনন্দ সহজেই নজর কাড়ে। ঢাকা-বগুড়া মহাসড়কের শাজাহানপুর উপজেলার বি-ব্লক এলাকা।
বাসের ছাদে করে ফিরছিলেন। হঠাৎ হানা দিল বৃষ্টি। পলিথিন দিয়ে বৃষ্টি থেকে রক্ষার চেষ্টা।
বাসের ছাদে করে ফিরছিলেন। হঠাৎ হানা দিল বৃষ্টি। পলিথিন দিয়ে বৃষ্টি থেকে রক্ষার চেষ্টা।
ঝিরিঝিরি বৃষ্টিতে ভোগান্তিতে পড়েন ট্রাকের ছাদের যাত্রীরা।
ঝিরিঝিরি বৃষ্টিতে ভোগান্তিতে পড়েন ট্রাকের ছাদের যাত্রীরা।
ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরা মানুষের চাপে সড়কে যান চলাচল বেড়েছে।
ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরা মানুষের চাপে সড়কে যান চলাচল বেড়েছে।
ঈদ শেষে ট্রাকে করে ফিরছেন অনেকে।
ঈদ শেষে ট্রাকে করে ফিরছেন অনেকে।
ঢাকা-বগুড়া মহাসড়কে ঝুঁকির বাঁক। গত বুধবার দুপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে এখানে তিনজন প্রাণ হারান। অথচ সেই স্থানেই ঝুঁকি নিয়ে নির্বিকারে ভ্যান পার করছেন এক চালক।
ঢাকা-বগুড়া মহাসড়কে ঝুঁকির বাঁক। গত বুধবার দুপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে এখানে তিনজন প্রাণ হারান। অথচ সেই স্থানেই ঝুঁকি নিয়ে নির্বিকারে ভ্যান পার করছেন এক চালক।
ওভারটেকের কারণে মহাসড়কে প্রায়ই দুর্ঘটনা ঘটে। কিন্তু এ নিয়ে কারও কোনো বিকার নেই। ঢাকা-বগুড়া মহাসড়কে ওভারটেক চলছে যথারীতি।
ওভারটেকের কারণে মহাসড়কে প্রায়ই দুর্ঘটনা ঘটে। কিন্তু এ নিয়ে কারও কোনো বিকার নেই। ঢাকা-বগুড়া মহাসড়কে ওভারটেক চলছে যথারীতি।
খরচ কমাতে নিম্ন আয়ের মানুষ ঝুঁকি নিয়ে মিনিট্রাকে করে ফিরছেন।
খরচ কমাতে নিম্ন আয়ের মানুষ ঝুঁকি নিয়ে মিনিট্রাকে করে ফিরছেন।