হাতির হামলায় গেল এক প্রাণ

ছবিটি প্রতীকী
ছবিটি প্রতীকী

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় হাতির হামলায় আবদুল মোতালেব (৬৮) নামের এক ব্যক্তি মারা গেছেন। উপজেলার বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপ গ্রামের বহদ্দারবাড়ি এলাকায় আজ রোববার ভোরে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি স্থানীয় মৃত আবদুল আউয়ালের বড় ছেলে। নিহত ব্যক্তির ঘরে স্ত্রী, এক ছেলে ও তিন মেয়ে রয়েছে।

স্থানীয় ও নিহত ব্যক্তির পারিবারিক সূত্র জানায়, ফজরের নামাজ আদায়ের আগে চা খাওয়ার জন্য ঘরে যাচ্ছিলেন আবদুল মোতালেব। ওই সময় রাস্তা দিয়ে হেঁটে যাওয়া হাতির সামনে পড়েন তিনি। ওই হাতি শুঁড় দিয়ে তুলে মোতালেবকে আছাড় মেরে চলে যায়। পরে তাঁকে উদ্ধার করে নগরের বেসরকারি একটি হাসপাতালে ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে বেলা ১১টার দিকে তাঁর মৃত্যু হয়।

নিহত ব্যক্তির ভাই মাস্টার আবদুল হালিম চৌধুরী বলেন, ‘আমরা হাসপাতালে নিয়েও তাঁকে বাঁচাতে পারিনি।’

আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জুবায়ের আহমেদ বলেন, হাতির হামলায় একজনের মৃত্যু হয়েছে। বিষয়টি বন বিভাগসহ বিভিন্ন দপ্তরে জানানো হয়েছে।

গত এক বছরে এ নিয়ে হাতির হামলায় আনোয়ারায় চারজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন।