বন্দরে ডেঙ্গুতে এক তরুণীর মৃত্যু

ডেঙ্গু
ডেঙ্গু

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক তরুণীর মৃত্যু হয়েছে। সোমবার দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর মিটফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ নিয়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ছয়জনের মৃত্যু হলো।

ওই তরুণীর নাম ফাতেমা আক্তার (২১)। তিনি বন্দর উপজেলার বাসিন্দা। তবে তাঁর বিস্তারিত পরিচয় জানা যায়নি।

জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, ফাতেমা আক্তার ডেঙ্গু জ্বর নিয়ে গত রোববার বন্দর থেকে রাজধানীতে গিয়ে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

জেলা সিভিল সার্জন মোহাম্মদ ইমতিয়াজ বলেন, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাজধানীর মিটফোর্ড হাসপাতালে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি বলেন, সরকারি দুটি হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন করে ছয়জন রোগী ভর্তি হয়েছে। হাসপাতালে বর্তমানে ভর্তি আছে ৩৪ জন। জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ২৬৭ জন। ধীরে ধীরে ডেঙ্গু রোগীর সংখ্যা কমছে।

তবে সরকারি এই হিসাবে বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেওয়া রোগীর সংখ্যা অন্তর্ভুক্ত করা হয়নি।