কলারোয়ায় বজ্রপাতে কৃষিশ্রমিকের মৃত্যু

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বজ্রপাতে এক কৃষিশ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন এক কৃষক। আজ শনিবার সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার জালালাবাদ মাঠে এ বজ্রপাতের ঘটনা ঘটে।

মারা যাওয়া কৃষিশ্রমিকের নাম দেলবার হোসেন (৩০)। তাঁর বাড়ি সদর উপজেলার রায়পুর গ্রামে।
আহত কৃষক মিলন হোসেনের বাড়ি কলারোয়া উপজেলার জালালাবাদ গ্রামে।

কলারোয়া উপজেলার জালালাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মোসলেম আহম্মেদ এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, দেলবার হোসেন কৃষিশ্রমিক ছিলেন। আর মিলন হোসেন কৃষক। আজ সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে তাঁরা দুজন পাশাপাশি জমিতে আমন ধানের চারা রোপণ করছিলেন। এ সময় আকাশে ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছিল। একপর্যায়ে বজ্রপাতে ঘটনাস্থলেই দেলবারের মৃত্যু হয়। এ সময় পাশের জমিতে থাকা মিলন হোসেনও গুরুতর আহত হন।

কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক সফিকুল ইসলাম জানান, গুরুতর আহত অবস্থায় কৃষক মিলন হোসেনকে হাসপাতালে নিয়ে আসা হয়। তাঁকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়।

সাতক্ষীরা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক মো. হাফিজুল্লাহ জানান, অবস্থার অবনতি হলে মিলন হোসেনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনীর-উল গীয়াস ঘটনাটির তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।