৯৯৯ এ ফোন, শিশু ফিরে পেল মা-বাবাকে

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এ পাওয়া সংবাদের ভিত্তিতে এক শিশুকে তার মা–বাবার কাছে পৌঁছে দিয়েছে পুলিশ। গতকাল শুক্রবার রাত আটটার দিকে মির্জাপুর থানা-পুলিশ ওই শিশুকে মা–বাবার কাছে পৌঁছে দেয়।

শিশুটির নাম মশিউর (১০)। গাইবান্ধা জেলা সদরের বাসিন্দা আসাদুল হাওলাদার ও মঞ্জিলা বেগম দম্পতির সন্তান মশিউর।

মির্জাপুর থানা-পুলিশ সূত্রে জানা গেছে, দুই সন্তান মশিউর ও মুসাকে নিয়ে আসাদুল হাওলাদার ও মঞ্জিলা বেগম মির্জাপুরের গোড়াই শিল্পাঞ্চলে একটি বাসায় ভাড়া থাকেন। আসাদুল সেখানে একটি পোশাক কারখানায় চাকরি করেন। গতকাল সকালে হঠাৎ ছেলে মশিউর বাড়ি থেকে নিখোঁজ হয়। সন্ধ্যার পর সে মির্জাপুর রেলস্টেশনে অবস্থান করছিল। এ সময় জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এর মাধ্যমে মির্জাপুর থানা-পুলিশ জানতে পারে একটি শিশুকে রেলস্টেশনে পাওয়া গেছে। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে। পরে শিশুটির দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ তাকে মা–বাবার কাছে পৌঁছে দেয়।

মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) খোকন কুমার সাহা বলেন, শুক্রবার সকালে শিশুটিকে হয়তো তার বাবা বকাঝকা করেছিলেন। এ জন্য সে রেললাইন ধরে হাঁটতে হাঁটতে মির্জাপুরে চলে আসে। দিনভর তাকে না পেয়ে পরিবারের সদস্যরা চিন্তিত হয়ে পড়েন। পরে ৯৯৯ এর সংবাদের ভিত্তিতে তাকে তার মা–বাবার কাছে ফিরিয়ে দেওয়া সম্ভব হয়।