চুরি করতে কত কসরত

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ভবনের দেয়ালের ভিত কাটা হয়েছে। এরপর মাটির নিচ দিয়ে করা হয়েছে সুড়ঙ্গ। তারপর আবার কাটা হয়েছে কংক্রিটের পুরু মেঝে। কুমিল্লার হোমনা উপজেলায় একটি মার্কেটে ঘটে এমন কসরতের চুরি।

কফিল উদ্দিন বালিকা উচ্চবিদ্যালয় দোতলা বিপণি বিতানের একটি দোকানে গতকাল শুক্রবার রাতে ওই চুরির ঘটনা ঘটে। দোকান মালিক জানিয়েছেন, এই চুরিতে তাঁর যেসব জিনিসপত্র খোয়া গেছে তার বাজার মূল দেড় লাখ টাকার মতো।

জ্যোতি টেলিকম নামের ওই দোকানের স্বত্বাধিকারী সুমন শীল বলেন, এই ঘটনায় তাঁর দোকান থেকে মুঠোফোন, নগদ কিছু টাকা, ল্যাপটপ খোয়া গেছে। যার বাজার মূল্য দেড় লাখ টাকার মতো। শনিবার সকালে চুরির বিষয়টি তাঁদের নজরে আসে।

সুমন শীল বলেন, শুক্রবার রাতের যে কোনো সময়ে ভবনের পেছন দিকের দেয়ালের ভিত্তির বিমের নিচ থেকে সিঁধ কাটা হয়। এরপর মাটি সরিয়ে ছোট সুড়ঙ্গ তৈরি করা হয়। সেই সুড়ঙ্গ দিয়ে পাঁচ ইঞ্চি পুরু কংক্রিটের ঢালাই ও টাইলস বসানো মেঝে কেটে ‘চোরেরা’ ভেতরে ঢুকে। তিনি জানান, যাওয়ার সময় ‘চোরেরা’ ভবনের পেছন থেকে সুড়ঙ্গটি মাটি দিয়ে ভরাট করে দেয়। শনিবার বিকেলে অজ্ঞাতদের আসামি করে মামলা করেন সুমন।

হোমনা থানার পরিদর্শক (তদন্ত) আমিনুর রসুল বলেন, পুলিশ বিষয়টি তদন্ত করছে। অপরাধীদের আইনের আওতায় আনা হবে।