শুধু নামেই জেব্রা ক্রসিং

>রাজধানীর সড়কগুলোতে জেব্রা ক্রসিং থাকলেও সুবিধা পাচ্ছেন না পথচারীরা। এর অন্যতম কারণ, যানবাহনের চালকদের বেপরোয়া আচরণ। জেব্রা ক্রসিংয়ের আগে যানবাহন থামানো বা গতি কমানো—কোনোটাই করেন না বেশির ভাগ চালক। ফলে ঝুঁকি নিয়েই সড়ক পার হতে হয় নগরবাসীকে। অনেক জায়গায় জেব্রা ক্রসিংয়ের রং উঠে গেছে। কোথাও কোথাও জেব্রা ক্রসিংয়ে সড়ক বিভাজক তৈরি করা হয়েছে। ছবিগুলো সোমবারের।
চৌধুরীপাড়ার সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের সামনে জেব্রা ক্রসিংয়ের ওপর গাড়ি।
চৌধুরীপাড়ার সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের সামনে জেব্রা ক্রসিংয়ের ওপর গাড়ি।
পথচারীদের দেখেও গাড়ি থামান না অনেক বেপরোয়া চালক। মেরুল-বাড্ডা এলাকার চিত্র।
পথচারীদের দেখেও গাড়ি থামান না অনেক বেপরোয়া চালক। মেরুল-বাড্ডা এলাকার চিত্র।
বাড্ডা বাসস্ট্যান্ড এলাকায় জেব্রা ক্রসিংয়ে থামছে না গাড়ি, ঝুঁকি নিয়েই সড়ক পার হচ্ছেন কয়েকজন।
বাড্ডা বাসস্ট্যান্ড এলাকায় জেব্রা ক্রসিংয়ে থামছে না গাড়ি, ঝুঁকি নিয়েই সড়ক পার হচ্ছেন কয়েকজন।
গুলশান-বাড্ডা সংযোগ সড়কের জেব্রা ক্রসিংয়ের ওপর বাস থামিয়ে যাত্রী ওঠানো–নামানো হচ্ছে।
গুলশান-বাড্ডা সংযোগ সড়কের জেব্রা ক্রসিংয়ের ওপর বাস থামিয়ে যাত্রী ওঠানো–নামানো হচ্ছে।
গুলশান অ্যাভিনিউ এলাকার জেব্রা ক্রসিংয়ের মাঝখানে স্থাপন করা হয়েছে সড়ক বিভাজক।
গুলশান অ্যাভিনিউ এলাকার জেব্রা ক্রসিংয়ের মাঝখানে স্থাপন করা হয়েছে সড়ক বিভাজক।