গণপিটুনিতে তাসলিমার মৃত্যুতে কোটি টাকা ক্ষতিপূরণ কেন নয়

বাড্ডায় গণপিটুনিতে নিহত তাসলিমা বেগম
বাড্ডায় গণপিটুনিতে নিহত তাসলিমা বেগম

রাজধানীর উত্তর বাড্ডায় গণপিটুনিতে তাসলিমা বেগম নিহত হওয়ার ঘটনায় এক কোটি টাকা ক্ষতিপূরণ দিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট।

নিহত তাসলিমার পরিবারের সদস্যদের করা এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে আজ মঙ্গলবার বিচারপতি মইনুল ইসলাম ও বিচারপতি আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রুল দেন।

স্বরাষ্ট্রসচিব, শিক্ষাসচিব, পুলিশের মহাপরিদর্শক, ঢাকা মহানগরের পুলিশ কমিশনারসহ সাত বিবাদীকে আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

তাসলিমা বেগমের মৃত্যুতে ক্ষতিপূরণ চেয়ে তাঁর বোন নাজমুন নাহার ও বোনের ছেলে সৈয়দ নাসির উদ্দিন রিটটি দায়ের করেন।

আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী আবদুল হালিম। তাঁর সঙ্গে ছিলেন আইনজীবী ইশরাত হাসান। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাইফুদ্দিন খালেদ।

গত ২০ জুলাই রাজধানীর উত্তর-পূর্ব বাড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে তাসলিমা নিহত হন। সন্তান ভর্তির খোঁজ নিতে গিয়ে ওই স্কুলে গিয়ে গণপিটুনিতে নিহত হন তিনি।