হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন

খুলনার ফুলতলা উপজেলার দামোদর গ্রামের ইসলাম খান (৪৫) নামের এক ব্যক্তিকে হত্যার অভিযোগে চার আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক বুশরা সাইয়েদা এই রায় ঘোষণা করেন।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন খুলনার ফুলতলা উপজেলার দামোদর গ্রামের ইসলাম মোল্লা, কামাল শেখ, মোস্তফা শেখ ও হান্নান গাজী। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামিরা আদালতে উপস্থিত ছিলেন না। তাঁরা পলাতক রয়েছেন।


আদালতের বেঞ্চ সহকারী শেখ সাইফুজ্জামান নথির বরাত দিয়ে বলেন, ২০১০ সালের ১৭ সেপ্টেম্বর দুপুর দুইটার দিকে পূর্বশত্রুতার জের ধরে আসামিরা ফুলতলা থানার দামোদর গ্রামের ইশারাত খানের ছেলে ইসলাম খানকে তাদের বাড়িতে ডেকে নিয়ে যায়। সেখানে কথা-কাটাকাটির একপর্যায়ে তাঁদের উঠানে ফেলে ইসলাম খানকে বেধড়ক মারপিট করেন আসামিরা। এ সময় ইসলাম খানের চিৎকারে গ্রামবাসী মারাত্মক আহত অবস্থায় উদ্ধার করে। পরে ফুলতলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান। এ ঘটনায় নিহত ইসলাম খানের ভাই নজরুল ইসলাম খান বাদী হয়ে ফুলতলা থানায় চারজনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। ওই বছরের ১৪ নভেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা তৎকালীন ফুলতলা থানার পুলিশ পরিদর্শক কাজ দাউদ হোসেন আদালতে চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন অতিরিক্ত পিপি এম এম সাজ্জাদ আলী ও সহকারী পিপি ফালগুনী ইয়াসমিন।